আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২৩/০৮/২০২৩ : অল্পের জন্যে বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পেল দুটি বিমান। একটি বিমান নামার জন্যে প্রস্তুত হয়ে গিয়েছে, আবার তার সমান্তরাল রানওয়েতেই আর একটি বিমান ওড়ার জন্যে প্রয়োজনীয় অনুমতি পেয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে দুটি বিমানের সংঘর্ষ হতে পারত এবং বহু মানুষের প্রাণহানি ঘটতে পারত। আজ এই ঘটনাটি ঘটেছে দিল্লী বিমানবন্দরে।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, দিল্লী থেকে শিলিগুড়ির বাগডোগরাগামী ইঊকে ৫ নম্বর বিমানটি সবরকম অনুমতি পেয়ে দিল্লী বিমানবন্দরের নতুন উদ্বোধন হওয়া রানওয়ে থেকে ওড়ার প্রস্তুতি নিচ্ছিল। এদিকে একই সময়ে অপর একটি ভিস্তারা বিমান আহমেদাবাদ থেকে দিল্লীতে আসছিল এবং একই সময়ে দুটি বিমান সমান্তরাল রানওয়েতে পৌঁছে গিয়েছিল। দুটি বিমানই রানওয়ের শেষ প্রান্তে চলে এসেছিল।
এরপরই দিল্লী-বাগডোগরা ফ্লাইট তখনকার মত বাতিল করে দিয়ে দুর্ঘটনা এড়াতে সক্ষম হয় এটিসি। দিল্লী-বাগডোগরা বিমানটিকে রানওয়ে থেকে পার্কিং বে'তে ফিরিয়ে আনা হয়। আধিকারিকরা জানান, বিমানটির ফুয়েল ট্যাংক পরীক্ষা করা হয়েছে। দেখা হয়েছে যদি বাগডোগরায় আবহাওয়া খারাপ থাকার জন্যে বিমানটিকে আকাশে চক্কর কাটতে হয়, এবং তার পর দিল্লীতে ফেরত আসতে হয়, তাহলে ততখানি জ্বালানি বিমানে আছে কিনা ! এছাড়াও বিমানটির ব্রেক পরীক্ষা করে দেখা হয়। এই ঘটনায় দিল্লী বিমানবন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে।