এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের লিটন দাশ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের লিটন দাশ

Share This
এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের লিটন দাশ
লিটন দাশ 

আজ খবর (বাংলা), ঢাকা, বাংলাদেশ, ৩০/০৮/২০২৩ : এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের উইকেট রক্ষক তথা ব্যাটার লিটন দাশ। মূলত তাঁর জ্বর ভাল না হওয়ার জন্যেই তিনি এশীয় কাপ থেকে বাদ পড়লেন বলে জানা গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল  সূত্রে। 

বাংলাদেশের উইকেট রক্ষক তথা ব্যাটার লিটন দাশের ভাইরাল ফিভার হয়েছিল। কিন্তু দেশের প্রথম খেলার আগে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন নি। ভাইরাল ফিভার নিয়ে অযথা ঝুঁকি নিতে চায় নি বাংলাদেশ ক্রিকেট দল। লিটনকে এশিয়া কাপের সব ম্যাচ থেকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে পাল্লেকেলে প্রথম ম্যাচ খেলতে দলের সাথে রওনা হন নি দলের নির্ভরযোগ্য খেলোয়াড় বছর তিরিশের লিটন দাশ।

আনামুল হক বিজয় 

লিটনের বদলে দলে স্থান পেয়েছেন আনামুল হক বিজয়। মোট ৪৪টি ওয়ানডে ইন্টারন্যাশনাল খেলেছেন আনামুল, মোট রান করেছেন ১২৫৪, যথেষ্ট অভিজ্ঞ তিনি। তিনটি সেঞ্চুরিও আছে তাঁর ঝুলিতে। গত ডিসেম্বর মাসে তিনি ভারতের বিরুদ্ধে বাংলাদেশের হয়ে ওয়ানডে ম্যাচে খেলেছেন। বুধবার বিকেলের দিকে এনামুল শ্রীলঙ্কায় উড়ে যাবেন এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাথে যোগ দেবেন। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages