আজ খবর (বাংলা), শিলিগুড়ি, দার্জিলিং, ৩১/০৮/২০২৩ : গতকাল শিলিগুড়িতে রাখী উৎসব পালন করল তৃণমূল কংগ্রেস, গৌতম দেবের হাতে রাখী পরিয়ে দিলেন ট্রান্স জেন্ডার সদস্যরা।
গতকাল শিলিগুড়ির সূর্য সেন কলোনীর ব্লক এ মমতা মন্দিরে সাড়ম্বরে রাখী উৎসব পালন করলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদন ভট্টাচার্য্য। অনুষ্ঠানে বোনেরা ভায়েদের হাতে রাখী বেঁধে দেন। মিষ্টি বিতরণও করা হয়। মদন ভট্টাচার্য বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ঐক্যের কথা বলেন, যাতে করে রাজ্যের সুনাম বৃদ্ধি পায়।আজ রাখী উৎসব আমাদের সেই সুযোগ করে দিয়েছে।"
গতকাল সকালে শিলিগুড়মেয়র গৌতম দেবের বাড়িতে গিয়ে হাজির হন বেশ কিছু ট্রান্স জেন্ডার মানুষ। তাঁরা মেয়র গৌতম দেবের হাতে রাখী পরিয়ে দেন এবং তাঁর সুস্থ দীর্ঘায়ু কামনা করেন। এখানেও মিষ্টি বিতরণ করা হয়। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়েছেন গৌতম দেব।