মমতা সব জানতেন, তাই এখন চুপ : অগ্নিমিত্রা পল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মমতা সব জানতেন, তাই এখন চুপ : অগ্নিমিত্রা পল

Share This

 

মমতা সব জানতেন, তাই এখন চুপ  : অগ্নিমিত্রা পল

আজ খবর (বাংলা),  কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৬/০৮/২০২৩ :  যাদবপুরকাণ্ডে ফের একবার মমতা ব্যানার্জিকেই বিঁধলেন বিজেপি বিধায়ক তথা জেনারেল সেক্রেটারি অগ্নিমিত্রা পল।  তাঁর বক্তব্য অনুযায়ী মমতা ব্যানার্জি সবকিছুই জানেন তবু তিনি যাদবপুর কাণ্ডে  নীরব থাকছেন শুধুমাত্র এই ইস্যু নিয়ে রাজনীতি করবেন বলে।

গতকাল অগ্নিমিত্রা বলেন, "যাদবপুরে দীর্ঘদিন ধরেই ৱ্যাগিং হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা জানে খুব ভাল ভাবেই। যাদবপুর থানাও বিশ্ববিদ্যালয় থেকে মাত্র ১০০ মিটার দূরে, তারাও সবকিছুই জানে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও সব কিছুই জানতেন অথচ তিনি কিছুই করেন নি। যদি এই ঘটনায় কারোর প্রাণ না যেত তাহলে যেভাবে সবকিছু চলছিল, সেভাবেই চলতে থাকত। বিষয়টি নিয়ে রাজনীতি করবেন বলেই মমতা ব্যানার্জি এই বিষয়ে একেবারেই মুখ খুলছেন না, চুপ করে আছেন।"

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনা নিয়ে অগ্নিমিত্রা পল বলেন, "প্রথম বর্ষের ওই ছাত্রকে প্রথমে ৱ্যাগিং করা হয়েছিল, তারপর তাকে খুন করা হয়েছিল বলে আমার মনে হয়েছে। জেলার ছোট একটি শহর থেকে সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসেছিল অনেক স্বপ্ন নিয়ে। সে মাত্র তিনদিন এই বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থাকতে পেরেছিল।" 

গতকাল ভারতীয় জনতা যুব মোর্চা গোলপার্ক থেকে যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল বের করেছিল তবে গোলপার্ক থেকে সামান্য দূরত্বেই পুলিশ তাদেরকে আটকে দেয়। প্রতিবাদীদের সাথে রীতিমত ধ্বস্তাধস্তি হয় পুলিশের। কয়েকজনকে আটক করে পুলিশ তুলে নিয়ে চলে গিয়েছিল। যুবদের এই প্রতিবাদ মিছিলেই অংশ নিয়েছিলেন নেত্রী অগ্নিমিত্রা পল এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages