আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২৩/০৮/২০২৩ : সেপ্টেম্বর মাসের ৭ তারিখে ভারতে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এদেশে এসে তিনি 'জি ২০' বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে হোয়াইট হাউস সূত্রে।
আগামী মাসেই ভারতে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সেপ্টেম্বরের ৭ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত তিনি ভারতে থাকবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। ভারত এবছর জি ২০ বৈঠক পরিচালনা করছে। এই বৈঠকে যোগ দেবেন আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন। তিনি ওই বৈঠকে আন্তর্জাতিক বেশ কিছু বিষয় তুলে ধরবেন। এমনকি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের ব্যাপারেও বেশ কিছু বিষয়ে আলোকপাত করবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারত ২০২২ সালের ডিসেম্বর মাসের ১ তারিখে ইন্দোনেশিয়ায় এই জি ২০ সম্মেলনের প্রেসিডেন্সি হাতে পায়। এরপর চলতি বছরে ভারতের বিভিন্ন জায়গায় জি ২০ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানী দিল্লীতে জি ২০ বৈঠক হতে চলেছে সেপ্টেম্বর মাসের ৯ ও ১০ তারিখে। ঐ বৈঠকে যোগ দিতে ভারতে আসবেন দুনিয়ার বিভিন্ন রাষ্ট্রের তাবড় নেতারা এবং রাষ্ট্রনায়করা। এই উপলক্ষে দিল্লীর নিরাপত্তা ব্যবস্থাও ব্যাপকভাবে আঁটোসাঁটো করা হয়েছে।
জি ২০ বৈঠকের আগেই ভারতে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট। বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন নরেন্দ্র মোদীর সাথে। আনুষ্ঠানিকভাবে মোদীর নেতৃত্বে জি ২০ সম্মেলনের সাফল্যের কৃতিত্ব তিনি প্রদান করবেন নরেন্দ্র মোদী তথা ভারতকে।