আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৫/০৮/২০২৩ : একটি ফুটফুটে প্রাণ অকালে চলে যাওয়ার পর অবশেষে বেহালা চৌরাস্তা অঞ্চলে দিবানিদ্রা ভঙ্গ হল কলকাতা ট্র্যাফিক পুলিশের। ঐ অঞ্চলে দুর্ঘটনা এড়াতে আজ নানান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বেহালা চৌরাস্তা সংলগ্ন বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সৌরনীলকে অকালে প্রাণ দিতে হয়েছে গতকালের এক মর্মান্তিক পথ দুর্ঘটনায়। তার স্কুলের সামনেই একটি ট্রাক তাকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আহত হয়ে এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন তার বাবা। গতকাল দুর্ঘটনার জন্যে অভিযোগের আঙ্গুল উঠেছিল পুলিশের দিকে। গতকালই ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। শনিবার ঘটনাস্থলে এসেছিলেন ডিসি ট্র্যাফিক।গতকাল এই ঘটনার রেশ পৌঁছে গিয়েছিল নবান্নে মুখ্য সচিবের কাছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে। এমনকি রাজ্যের বিধানসভাতেও।
বেহালা চৌরাস্তা অঞ্চলে সতর্কতা বাড়াতে এবং দুর্ঘটনা এড়াতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। যেমন এতদিন বড়িশা হাইস্কুলের আশেপাশে থাকা ইংরেজি মিডিয়াম স্কুলগুলির মত ট্র্যাফিক প্রহরা ছিল না, এবার বড়িশা হাই স্কুলের সামনেই ট্র্যাফিক পুলিশ প্রহরা দেওয়া হল। ঠিক হয়েছে সকাল ৬টার পর কলকাতায় আর ট্রাক চলাচল করবে না। বেহালা চৌরাস্তা অঞ্চলে লাগানো হয়েছে ম্যানুয়াল লক গেট। এই লক গেট ফেলা থাকলে কেউই রাস্তা পারাপার করতে পারবে না। এই চৌরাস্তায় সার্জেন্টের সংখ্যাও বাড়ানো হয়েছে।
তবে বেহালা চৌরাস্তা অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা হল হকার সমস্যা। এই হকাররা ফুটপাথ দখল করে রাখে, যার ফলে ফুটপাথ ধরে হাঁটা যায় না বলে অভিযোগ তুলছেন এই অঞ্চলের পথচারীরা। এবার ঠিক করা হয়েছে যে রাস্তার দুই পাশে অন্ততপক্ষে আড়াই মিটার করে জায়গা ছেড়ে দেওয়া হবে। বেহালা চৌরাস্তা অঞ্চলে মানুষের ভীড় আরও বাড়বে কেননা এখানেই তৈরি হয়েছে বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশনটি।
এই অঞ্চলে আরও একটি সমস্যা হল চৌরাস্তার আশেপাশেই রয়েছে বেশ কিছু অটো এবং রিক্সা স্ট্যান্ড। যেখান থেকে নিয়মিত মানুষ যাত্রা করছে নিজেদের গন্তব্যে। টালিগঞ্জ মেট্রো স্টেশনে যেতে হলেও বেহালা চৌরাস্তা অটো স্ট্যান্ড থেকেই মিলবে অটোরিক্সা। এছাড়াও এখানে রয়েছে সান্ধ্যকালীন বাজার। সব মিলিয়ে অদ্ভুত পরিস্থিতি এই বেহালা চৌরাস্তা অঞ্চলে। এই মোড়ের কাছেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড। প্রতিদিন ভীড় সেখানেও। এই সব সমস্যার সমাধান করেই তবে পুরোপুরি নিরাপত্তা দেওয়া যাবে বেহালা চৌরাস্তাকে এবং তবেই নিরাপদ থাকবে এই এলাকার স্কুলের ক্ষুদে পড়ুয়ারা।
শনিবার বড়িশা স্কুলের গেটে ছোট্ট সৌরনীলের ছবি সহ শোকবার্তা লাগানো ছিল। আজ প্রাথমিক স্কুলে ছুটি। তবে বড়দের স্কুল হয়েছে। বেহালা চৌরাস্তায় এখন প্রচুর ট্র্যাফিক পুলিশ, মিডিয়া। সব মিলিয়ে অন্য এক ছবি। পুলিশ, অবিভাবক, শিক্ষক, হকার, মানুষজন সবাই আছে, নেই শুধু ছোট্ট সৌরনীল।