আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২৫/০৮/২০২৩ : চ্যাম্পিয়ান হতে পারে নি তো কি হয়েছে ? দাবা খেলে দেশবাসীকে যথেষ্ট গর্বিত করেছে প্রজ্ঞানানন্দ। এত কম বয়সে তার এই কৃতিত্বের জন্যে তাকে সেলাম ঠুকেছে গোটা দেশ, এমনকি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিশ্ব দাবা প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্যের জন্য ভারতীয় গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানানন্দ-র প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক্স পোস্ট-এ প্রধানমন্ত্রী লিখেছেন : “বিশ্ব দাবা প্রতিযোগিতায় প্রজ্ঞানানন্দ-র উল্লেখযোগ্য সাফল্যের জন্য আমরা গর্বিত! তিনি ব্যতিক্রমী দক্ষতার পরিচয় দিয়েছেন এবং ফাইনালে ম্যাগনাস কার্লসেন-এর বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়েছেন। এটি ক্ষুদ্র সাফল্য নয়। আসন্ন প্রতিযোগিতাগুলিতে তাঁর সাফল্য কামনা করে শুভেচ্ছা জানাই।”