বিষ প্রয়োগে ১০ পথ কুকুরের মৃত্যু, অসুস্থ আরও ৩ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বিষ প্রয়োগে ১০ পথ কুকুরের মৃত্যু, অসুস্থ আরও ৩

Share This
বিষ প্রয়োগে ১০ পথ কুকুরের মৃত্যু, অসুস্থ আরও ৩


আজ খবর (বাংলা), আলিপুর দুয়ার, পশ্চিমবঙ্গ, ২৭/০৮/২০২৩ : ওরা ছিল এলাকাবাসীর বিশ্বস্ত। ওরা ছিল এলাকার বেশ কিছু মানুষের বন্ধু, ওরা এলাকায় রাতপাহারা দিতো। ওরা চারপেয়ে, সারমেয়। কিন্তু গত শুক্রবার রাতে ওদের এক এক করে মৃত্যুর কোলে ঢলে  পড়তে দেখল এলাকাবাসী। রক্তবমি করতে করতে মর্মান্তিক মৃত্যু !!

ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের পলাশবাড়ীর সরকার পাড়ায় । ঐ  এলাকায় ছিল মোট ১৩টি কুকুর। যাদেরকে ঐ  এলাকারই  কেউ কেউ পুষত, আদর করত, খাবার দিত নিয়মিত। কিন্তু তারা কেউ এখন আর বেঁচে নেই। বমি করতে করতে, আবার কেউ কেউ রক্ত বমি করতে করতে মারা গিয়েছে। ১০টি পথ কুকুরের মধ্যে ৫টির দেহ পাওয়া গিয়েছে, ৫টির দেহও পাওয়া যায় নি। তারা নিখোঁজ। ৩টি কুকুরকে ভয়ানক অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে, তবে তাদের অবস্থাও  আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তবে কেউ কেউ বলছেন ঐ  এলাকায় যত কুকুর ছিল, তার মধ্যে মোট ১৬টির  মৃত্যু হয়েছে।

এলাকার মানুষজন সন্দেহ করছে কেউ বা কারা এই কুকুরগুলিকে বিষ প্রয়োগ করেছে, যার ফলে এতগুলি পথ কুকুরকে প্রাণ হারাতে হল। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে, স্বাভাবিকভাবেই প্রতিবাদের ঝড় উঠেছে বিভিন্ন মহল থেকে। পশুপ্রেমী সংগঠনের সদস্যের ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। অসুস্থ তিন কুকুরের চিকিৎসা চলছে। মৃত কুকুরগুলির ময়না তদন্ত করা হয়েছে। আলিপুর দুয়ারের পশুপ্রেমীরা ঐ এলাকায় প্রতিবাদের ঝড় তুলেছে। দোষীদের খুঁজে বের করে তাদের শাস্তি দিতে সকলেই এক কাট্টা  হয়েছেন। পুলিশে অভিযোগ জানানোর পাশাপাশি প্রশাসনকেও গোটা বিষয়টি জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য আজ থেকে ছয় মাস আগে উত্তরবঙ্গের ফালাকাটা শহরেও ৬টি পথ কুকুরের রহস্যমৃত্যু হয়েছিল। সেই রহস্য আজও রহস্যই রয়ে গিয়েছে। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages