আজ খবর (বাংলা), মাদুরাই, তামিলনাড়ু, ২৬/০৮/২০২৩ : তামিলনাড়ুর মাদুরাই রেল স্টেশনে একটি দাঁড়িয়ে থাকা রেল কোচে হঠাৎ করেই আগুন লেগে যায়। ঐ ঘটনায় আজ ৯ জন মারা গিয়েছেন। মৃতেরা প্রত্যেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা। এছাড়াও মোট ৫০ জন আহত হয়েছেন অগ্নিকাণ্ডের ঘটনায়।
রেলসূত্রে জানা গিয়েছে, গত ১৭ই আগস্ট পুনালুর-মাদুরাই এক্সপ্রেস (১৬৭৩০ নম্বর) উত্তরপ্রদেশের লখনৌ স্টেশন ছেড়ে শনিবার মধ্যরাত্রে ৩:৪৭ মিনিটে মাদুরাই স্টেশনে এসে পৌঁছায়। এই ট্রেনটিতে একটি বিশেষ কোচ সংযুক্ত করা হয়েছিল। সেই পার্টি কোচটিকে মাদুরাই স্টেশনে ট্রেন থেকে বিচ্ছিন্ন করে স্টেশনের আউটসাইড লাইনে রেখে দেওয়া হয়েছিল। শনিবার ভোর ৫:১৫ মিনিটে সেই কোচটিতেই আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। রেল দাবী করেছে ঐ কোচটিতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছিল।
রেলসূত্রে জানা গিয়েছে, আজ ভোরবেলায় দাঁড়িয়ে থাকা ঐ কোচে কফি বানানোর জন্যে গ্যাস স্টোভে আগুন জ্বালানো হয়। সেই সময় একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। গ্যাস সিলিন্ডার ফেটে ঐ কোচে আগুন লেগে যায়। ঐ কোচ থেকেই যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে ৯ জনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে এবং ৫০ জনকে আহত অবস্থায় পাওয়া গিয়েছে। তারপরেও বেশ কিছুক্ষণ উদ্ধারকাজ চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আহতদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাঁদের চিকিৎসা চলছে। অভিশপ্ত কোচের যাত্রীদের অনেকেই প্ল্যাটফর্মে লাফ দিয়ে নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন বলে জানা গিয়েছে।
আজ সকাল সওয়া সাতটার মধ্যে ঐ রেলকোচের আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। তবে ভাল খবর হল মাদুরাই রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা অন্য কোনো রেল কোচ ক্ষতিগ্রস্ত হয় নি এই দুর্ঘটনার জেরে। রেলের পক্ষ থেকে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের জন্যে ২ লক্ষ করে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন।
অগ্নিদগ্ধ্ কোচটির আগামীকাল কোল্লাম-চেন্নাই এগমোর অনন্তপুরী এক্সপ্রেস ট্রেনের সাথে চেন্নাই পৌঁছনোর কথা ছিল।আর তারপর লখনৌ ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই দুর্ঘটনায় পড়ল অভিশপ্ত ঐ রেলকোচটি।