আজ খবর (বাংলা), উত্তরপাড়া, হুগলী, ২২/০৮/২০২৩ : উত্তরপাড়ার বি কে স্ট্রীটে ট্রান্সফরমারে বিকট শব্দে বিস্ফোরন, আর তার পরেই আগুন লেগে যায় সেটিতে। আতঙ্কিত এলাকার বাসিন্দারা। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে।
সিইএসসির একটি ট্রান্সফরমার বসানো ছিল বি কে স্ট্রীটে আবাসনের নীচে ।গতকাল বিকালে হঠাৎ প্রচন্ড শব্দে সেই ট্রান্সফরমার ফাটতে শুরু করে।আগুন ধরে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এলাকা।বাসিন্দারা ট্রান্সফরমার ফাটার শব্দে বাইরে বেরিয়ে পড়েন ।দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়।উত্তরপাড়া দমকল কেন্দ্রের অফিসার বিমল মুখার্জি বলেন, "আগুন লাগার খবর পেয়ে আমরা চলে আসি।জল চার্জ করা হয়।" সিইএসসির কর্মিরাও উপস্থিত হয়।
স্থানীয় বাসিন্দা অমিতাভ চ্যাটার্জী বলেন, "যখন ট্রান্সফরমার থেকে শব্দ হচ্ছিল তখন আমি খেতে বসেছি।বেশ কয়েকবার বাজি ফাটার মতো শব্দ হয়।তারপর বেরিয়ে এসে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে ট্রান্সফরমারে।"
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব।সিইএসসি কর্মীদের বলেন যত দ্রুত সম্ভব বিদ্যুৎ এর ব্যবস্থা করতে।