আজ খবর (বাংলা), বেঙ্গালুরু, কর্ণাটক, ২৬/০৮/২০২৩ : দেশে ফিরেই কর্ণাটকের বেঙ্গালুরুতে চলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে ইসরোর বিজ্ঞানীদের সাথে মিলিত হন তিনি। ইসরোর মহিলা বিজ্ঞানীদের আলাদা করে ধন্যবাদ জ্ঞাপন করেন মোদী।
ইসরোতে পৌঁছে বেশ খুশী দেখাচ্ছিল নরেন্দ্র মোদীকে। বিক্রম ল্যান্ডারের অবতরণের সময় তিনি দেশে ছিলেন না, দক্ষিণ আফ্রিকা ও গ্রিসে গিয়েছিলেন কয়েকদিনের সফরে। বিদেশ থেকেই তিনি প্রত্যক্ষ করেছেন দেশের বিজ্ঞানীদের অসাধারন সাফল্য। এরপর তিনি ইসরোর বিজ্ঞানীদের প্রতি এবং দেশবাসীর প্রতি শুভেচ্ছাবার্তাও দিয়েছিলেন। কিন্তু তাতে বোধ হয় মন ভরছিল না নরেন্দ্র মোদীর। তাই দেশে ফিরেই সটান চলে আসেন বেঙ্গালুরুতে।
ইসরোর দপ্তরে এসেই সব প্রটোকল ভুলে গিয়ে ইসরো প্রধান সোমনাথকে জড়িয়ে ধরেন উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খোদ প্রধানমন্ত্রী জড়িয়ে ধরায় বেশ আপ্লুত দেখাচ্ছিল ইসরো প্রধানকে। এখানে এসে বিজ্ঞানীদের আন্তরিক ধন্যবাদ জানান নরেন্দ্র মোদী। এরপরেই ইসরোর মহিলা বিজ্ঞানীদের সাথে তিনি সাক্ষাৎ করেন এবং আলাদাভাবে ধন্যবাদ জানান। এরপর চাঁদের বুকে বিক্রম ল্যান্ডার যেখানে পালকের মত অবতরণ করেছে সেই জায়গাটির নামকরণ করেন 'শিবশক্তি' নামে। আর এর আগের বার ২০১৯ সালে চন্দ্রযান ২ যেখানে আছড়ে পড়েছিল সেই জায়গাটির নামকরণ করেন 'তিরঙ্গা' নামে। এই দুটি নাম তিনি দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন। বিজ্ঞানীদের মোদী এদিন বলেন, "স্কাই ইজ নট এ লিমিট।"