যখন তখন ধ্বস নামছে হিমাচলে, বিপজ্জনক অবস্থা কৃষি ভবনের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


যখন তখন ধ্বস নামছে হিমাচলে, বিপজ্জনক অবস্থা কৃষি ভবনের

Share This
যখন তখন ধ্বস নামছে হিমাচলে, বিপজ্জনক অবস্থা কৃষি ভবনের


আজ খবর (বাংলা), সিমলা, হিমাচল প্রদেশ, ০৪/০৮/২০২৩ : ভরা বর্ষায় হিমাচল প্রদেশে প্রাকৃতিক দুর্যোগ যেন রীতিমত তাণ্ডব চালিয়ে চলেছে। প্রচন্ড বর্ষায়, ভূস্খলন ও ধ্বসের কারনে হিমাচল প্রদেশের অন্তত ৩৩০টি রাস্তা বন্ধ হয়ে রয়েছে। শুক্রবার দিবসের কারনে তিনটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে  এবং সিমলার কৃষি ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। 

সিমলার কাছে কৃষি ভবনের তিনটি ঘর এবং একটি ডরমিটরি দেওয়াল এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে ঐ  ভবনটিতে কর্মরত অন্তত ৫০ জনের ঝুঁকি বেড়ে গিয়েছে। বিপদের আশঙ্কায় তাঁরা জায়গাটি খালি করে দিয়েছেন। যে কোনো মুহূর্তে ওই বিশাল দেওয়াল এবং ঘরগুলি ভেঙে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ওই ভ্যানের পার্কিং লটে  তিনটি গাড়ি রাখা ছিল, ধ্বসের কারনে কয়েকটি বোল্ডার গিয়ে আঘাত করে গাড়িগুলিতে। ধ্বসের কারণেই গোটা ভবনটি বিপজ্জনক হয়ে গিয়েছে এবং ঐ  ভবনটিকে খালি করে দেওয়া হয়েছে। 

সম্প্রতি হিমাচল প্রদেশের বন্যা কবলিত অঞ্চলগুলি পরিদর্শন করে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। বন্যা বিদ্ধস্ত হিমাচল প্রদেশ কেন্দ্র সরকারের থেকে ৪০০ কোটি টাকা অনুদান পেয়েছে। হিমাচল প্রদেশের ধ্বস বিদ্ধস্ত বিভিন্ন অঞ্চল পরিস্কার করার কাজ চলছে। দ্রুত রাস্তাগুলিকে খুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। 

আরও পড়ুন 

ক্লাস টু-এর ক্ষুদেকে পিষে দিয়ে গেল ডাম্পার  

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages