আজ খবর (বাংলা), কলকাতা,পশ্চিমবঙ্গ, ০৪/০৮/২০২৩ : শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, চড়ায় আটকে পড়া মালয়েশিয়ার পতাকাবাহী এমটিটি সিঙ্গাপুর নামের পণ্যবাহী জাহাজটিকে নিরাপদে নেতাজী সুভাষ ডকে নিয়ে আসা হয়েছে। গতকাল সকাল ১১টা ২৫ মিনিট নাগাদ হাওড়ার গড়চুমুকের কাছে পুকুরিয়া পয়েন্টে (৫৮ গেটের ১০০ মিটার নীচে) স্টিয়ারিং-এর গোলযোগের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ধাক্কা মারে ঐ বিদেশী জাহাজটি। জাহাজটি ৩৩৮টি কন্টেনার নিয়ে ক্লাং বন্দর থেকে কলকাতার নেতাজী সুভাষ ডাকের দিকে আসছিল। জোয়ারে জল বাড়তে থাকায় আজ ভোররাতে জাহাজটিকে জলে ভাসিয়ে নেতাজী সুভাষ ডকে নিয়ে আসা হয়েছে নিরাপদে।
জাহাজের মাস্টার এডুইন ডিন রামাস ফিলিপিন্সের নাগরিক। তাঁর সঙ্গে রয়েছেন আরও ২০ জন নাবিক। তাঁরা ফিলিপিন্স ও মালয়েশিয়ার নাগরিক। সকলেই নিরাপদে আছেন। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের পাইলটকে সেখানে পাঠানো হয়। এছাড়াও কলকাতা ও হলদিয়া থেকে দড়ি পাঠানো হয়। দড়ি দিয়ে টেনে জাহাজটিকে গভীর জলে ফের নামানো হয়।
শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে জাহাজ থেকে কোন তেল চুঁইয়ে পড়ার ঘটনা লক্ষ্য করা যায়নি।