বাড়ি ভেঙে পড়ল চামোলিতে, মৃত ১ আহত ৩ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বাড়ি ভেঙে পড়ল চামোলিতে, মৃত ১ আহত ৩

Share This

 

বাড়ি ভেঙে পড়ল চামোলিতে, মৃত ১ আহত ৩

আজ খবর (বাংলা), চামোলি, উত্তরাখন্ড, ১৬/০৮/২০২৩ : অতিবর্ষণে চামোলিতে ভেঙে পড়ল আস্ত একটি বাড়ি। এই ঘটনায় তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন এবং একজনের প্রাণ গিয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।

স্টেট্ ডিজাস্টার রেসপন্স  ফোর্স (SDRF) জানিয়েছে পিপলকোঠি  ও যোশীমঠের মধ্যে বদ্রীনাথ হাইওয়ের ওপর চামোলি জেলার হেলং গ্রামে একটি বাড়ি ভেঙে পড়েছে। উত্তরাখন্ড রাজ্যে বেশ কিছুদিন ধরেই অতিবৃষ্টি হয়েই চলেছে, যার ফলে বিভিন্ন ছোট নদীগুলিতেও যখন তখন হড়পা বান নামতে দেখা যাচ্ছে। পাহাড়ের যে কোনো জায়গা থেকে ধ্বস নামছে যখন তখন। এর ফলে রাস্তাগুলিও বন্ধ হয়ে যাচ্ছে।

চামোলি জেলার হেলং গ্রামে অলকানন্দা নদীর ধারে ছিল এই বাড়িটি। গতকাল রাতে এই বাড়িটিতে ছিলেন চারজন শ্রমিক। এই বাড়িটিই চরম দুর্যোগে ভেঙে পড়ে।  খবর পেয়েই ছুটে যায় রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী (SDRF), তারা গিয়ে চারজনকেই উদ্ধার করে। চারজনের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। বাকি তিনজনের শারীরিক অবস্থা অবনতি হতে থাকায় দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

গত এক মাস ধরেই অতিবর্ষণে উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় ধ্বস নেমে চলেছে। চামোলি জেলার পিপলকোঠি , গাদরা, গুলাবকোঠি , পাগলনালা, বিষ্ণুপ্রয়াগ জায়গাগুলিতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানতে পারে যাচ্ছে। পাহাড়ের ওপর থেকে ধ্বস নেমে বেশ কিছু গাড়িও পিষ্ট হয়েছে, বোল্ডারে ধাক্কায় পাহাড় থেকে নিচে পরে গিয়েছে কয়েকটি গাড়ি। অতিবৃষ্টিতে উত্তরাখণ্ডে এখনো পর্যন্ত ৫২ জন মারা গিয়েছেন এবং ৩৭ জন গুরুতরভাবে আহত হয়েছেন বলে খবর আসছে। উত্তরাখণ্ডের বেশ কিছু জায়গায় এনডিআরএফ এবং এসডিআরএফকে মোতায়েন করা হয়েছে। গোটা পরিস্থিতির ওপর নজর রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুস্কর  সিং ধামি।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages