আজ খবর (বাংলা), শিলিগুড়ি, দার্জিলিং, ২৫/০৮/২০২৩ : বড়সড় বিপদ এড়ালো শিলিগুড়ি থেকে আলিপুর দুয়ারগামী ট্যুরিস্ট স্পেশ্যাল ট্রেন। কাফলিং খুলে গিয়ে ইঞ্জিন মূল ট্রেন থেকে আলাদা হয়ে গিয়েছিল, যেকোনো সময়ে ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা।
শিলিগুড়ি জংশন স্টেশন থেকে ছেড়ে ট্যুরিস্ট স্পেশ্যাল ট্রেনটি যায় আলিপুরদুয়ারে। পথে পারবে মহানন্দা স্যাংচুয়ারি, সেবাকের পাহাড়, তিস্তা নদী ও রেল সেতু, পাহাড়, চাপড়ামারি অভয়ারণ্য এবং বেশ কয়েকটি চা বাগান। রীতিমত ডুয়ার্স অঞ্চলের অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্য্য দেখতে দেখতে পথ চলা. সেই কারণে এই ট্রেনের কোচগুলিকে ভিস্টাডোম করা হয়েছে, যাতে ট্রেনের ভিতর থেকেই বাইরের অপার সৌন্দর্য্য চাক্ষুস করা যায়. ভাগ্যে থাকলে ট্রেন থেকেই বন্যপ্রাণ দেখে নেওয়া সম্ভব। এই কারণেই এই ট্রেনে চেপে ডুয়ার্স দেখার চাহিদা প্রচুর।
আজ সকল আটটা বেজে পঞ্চাশ মিনিট নাগাদ এই ট্রেনের কাফলিং খুলে যায়. ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে ট্রেনকে ফেলে এগিয়ে চলে যায় অনেকটাই। প্রতিদিনের মতই যাত্রী নিয়ে আজ শিলিগুড়ি জংশন স্টেশন থেকে ছেড়ে আলিপুর দুয়ারের দিকে যাচ্ছিল ট্যুরিস্ট স্পেশ্যাল ট্রেনটি। পথে গুলমা স্টেশনের কাছে ঘটে এই বিপত্তি। ঘটনাস্থল গুলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত। ওই জায়গাতেই কাফলিং ছিঁড়ে ইঞ্জিন এগিয়ে যাওয়ায় বিপদ বেড়ে গিয়েছিল অনেকটাই। বেশ কিছুক্ষন ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। পরে উদ্ধারকারী দল এলে যাত্রীদের নিয়ে যাওয়া হয় গন্তব্যে অর্থাৎ আলিপুরদুয়ার স্টেশনে।