প্রয়াত হলেন ফুটবলার মহম্মদ হাবিব - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


প্রয়াত হলেন ফুটবলার মহম্মদ হাবিব

Share This

 

প্রয়াত হলেন ফুটবলার মহম্মদ হাবিব
মহম্মদ হাবিব 

আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৬/০৮/২০২৩ :  প্রয়াত হলেন কলকাতা ময়দানের অন্যতম অবিভাবক, ফুটবলার তথা অধিনায়ক মহম্মদ হাবিব। তাঁর মৃত্যুতে শোকের ছাওয়া নেমে এসেছে কলকাতা ময়দানে। কলকাতার ফুটবল জগৎ তাঁকে সবাই 'স্যার' বলেই সম্বোধন করত।

সত্তরের দশকে ময়দানে দাপুটে ফুটবলার ছিলেন মহম্মদ হাবিব। কলকাতার তিন প্রধান ক্লাবেই তিনি খেলেছেন। সেই সুবাদে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডান স্পোর্টিং ক্লাবের তিন তাঁবুতেই তাঁকে দেখতে পাওয়া যেত। দেশের অন্যতম সেরা ফুটবলার ছিলেন মহম্মদ হাবিব। তিনি ১৯৭০ সালে দেশের হয়ে এশিয়ান গেম্স্ খেলতে গিয়েছিলেন ব্যাংককে।  সেবার ফুটবলে ব্রোঞ্জ মেডেল জিতে নিয়ে আসেন হাবিবরা। সেই ম্যাচে নাঈম ছিলেন অধিনায়ক এবং দলের ম্যানেজার ছিলেন পি কে ব্যানার্জি। ১৯৭১ সালে হাবিবরা মারডেকা  কাপেও ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন।

ফুটবল খেলাকে বিদায় জানিয়ে মহম্মদ হাবিব কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন টাটা ফুটবল একাডেমীতে। হলদিয়াতে  তিনি ইন্ডিয়ান ফুটবল এসোসিয়েশন একাডেমীতে চিফ কোচের দায়িত্বও সামলেছেন। দফায় দফায় তিনি মহমেডান স্পোর্টিং ক্লাবের দায়িত্ব সামলেছেন এবং বেঙ্গল মুম্বই  ফুটবল ক্লাবের দায়িত্বও সাফল্যের সাথে সামলেছেন। 

গতকাল স্বাধীনতা দিবসের দিন হায়দ্রাবাদে তিনি চিরনিদ্রার দেশে পাড়ি  দিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছাওয়া নেমে আসে বাংলার ক্রীড়া জগতে। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages