আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২৩/০৮/২০২৩ : আর কয়েক ঘণ্টার প্রতীক্ষা মাত্র, তার পরেই চাঁদের মাটিতে অবতরণ করবে ভারতীয় মহাকাশযান, অভিযান সম্পূর্ণ হবে চন্দ্রযান ৩এর; ১৪০ কোটি ভারতীয় অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবে সেই মুহূর্তটির দিকে, যে মুহূর্তে চাঁদের মাটি স্পর্শ করবে চন্দ্রযান ৩; ইসরোর সাফল্য চেয়ে দেশের বিভিন্ন মন্দিরে শুরু হয়ে গিয়েছে পুজো, যজ্ঞ ও প্রার্থনা। কলকাতাতেও ব্যবসায়ী সমিতি পুজো করছে চন্দ্রযান ৩ তথা ইসরোর সাফল্য চেয়ে।
নিখুঁত অঙ্কে এখনও পর্যন্ত নির্দিষ্ট করে দেওয়া পথেই এগিয়েছে চন্দ্রযান ৩, ক্রমেই চাঁদের সাথে তার দূরত্ব কমতে শুরু করেছে। গত ৪০ দিন ধরে সে একটু একটু করে এগিয়ে গিয়েছে চাঁদের উদ্দেশ্যে। চাঁদের মাটিতে চন্দ্রযান ৩এর সফট ল্যান্ডিং হওয়ার কথা সন্ধ্যে ৬ বেজে ০৪ মিনিটে থাকলেও মহাকাশযান চাঁদের বুকে অবতরণ করবে আজ বিকেল ৫টা ৪৫ মিনিটে।শুভ মুহূর্তের প্রতীক্ষায় ভারতবর্ষ।
চাঁদের বুকে চন্দ্রযান ৩এর অবতরণ সরাসরি সম্প্রচার করা হবে। 'মিশন অপারেশন কমপ্লেক্স' শুরু হবে ২৩ তারিখে অর্থাৎ আজ বিকেল ৫টা ২০ মিনিটে। সরাসরি সম্প্রচার দেখতে পাওয়া যাবে ইসরোর ওয়েবসাইটে, ফেসবুকে এবং ইউ টিউবে। পাবলিক ব্রডকাস্টার হিসেবে এই অনুষ্ঠান সরাসরি দেখাবে ডিডি ন্যাশনাল টিভি বিকেল ৫টা ২৭ মিনিট থেকে। সর্বশেষ পাওয়া খবর থেকে জানা যাচ্ছে চন্দ্রযান ৩ এখনও পর্যন্ত নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ীই এগিয়ে চলেছে তার লক্ষ্যে। ইসরো তার প্রতিটা মুহূর্তের ওপর কড়া নজর রেখেছে। ইতিমধ্যেই একেবারে কাছে থেকে চাঁদের বেশ কিছু ছবি তুলে পাঠিয়েছে চন্দ্রযান ৩. সেইসব ছবি বিশ্লেষণ করার কাজ চলছে।