ডুরান্ড কাপে সিমিফাইনালে নর্থ ইস্টের মুখে ইস্টবেঙ্গল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ডুরান্ড কাপে সিমিফাইনালে নর্থ ইস্টের মুখে ইস্টবেঙ্গল

Share This
ডুরান্ড কাপে সিমিফাইনালে নর্থ ইস্টের মুখে ইস্টবেঙ্গল

আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৬/০৮/২০২৩ : ডুরান্ড কাপে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে রাখল ইস্টবেঙ্গল ক্লাব। শুক্রবার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে গোকুলাম কেরালা ফুটবল ক্লাবকে হারিয়ে দিয়ে ২০২৩ ডুরান্ড কাপে সেমিফাইনালে উঠে গেল।

শুক্রবার ম্যাচে প্রথম থেকেই গোকুলাম কেরালাকে চেপে ধরেছিল লাল হলুদ দল। সেই চাপ কাটিয়ে আর বের হতে পারে নি গোকুলাম। ম্যাচ শেষ হয় ২-১ গোলে। জিতে যায় ইস্টবেঙ্গল। লাল হলুদের হয়ে গোল করেছেন জর্ডন এলসি এবং এমিনউ  বউবা। উল্টোদিকে কয়েকটি মুভ চোখে পড়েছে গোকুলামের। কর্নার কিকগুলোও আক্রমণাত্মক ছিল, কিন্তু এর বেশি আর তেমন কিছু গোকুলামের খেলোয়াড়রা তাদের সমর্থকদের উপহার বাড়িতে পারে নি.

২-১ গোলে জিতে ২০২৩এর ডুরান্ড কাপের সেমিফাইনালে চলে গেল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। সেমিফাইনালে তাদের সামনে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব। সেমিফাইনালেও জেতার জন্যে মুখিয়ে থাকবে লাল হলুদ শিবির। শেষবার ক্লাবে ডুরান্ড কাপ এসেছিল ২০১৯ সালে অর্থাৎ চার বছর আগে. এবার তাই ডুরান্ড কাপ ঘরে আনার টার্গেট করেছে লাল হলুদ দল. সমর্থকদের মুখেও হাসি ফোটাতে চায় দল। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages