আজ খবর (বাংলা), বিলাসপুর, ছত্তিশগড়, ২১/০৮/২০২৩ : সাংবাদিকদের সাথে বৈঠক করার সময় ছত্তিশগড় এর মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলার একেবারে কাছাকাছি চলে এল একটি সাপ। প্রসঙ্গত উল্লেখ্য, ২১শে আগষ্ট, সোমবার গোটা দেশে হিন্দুরা পালন করছেন নাগ পঞ্চমী।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল বিলাসপুরে একটি উন্মুক্ত জায়গায় সাংবাদিকদের সাথে বৈঠক করছিলেন। বিভিন্ন বিষয়ে তিনি তথ্য দিচ্ছিলেন। এমন সময় তিনি যেখানে বসে ছিলেন সেই জায়গায় একটি সাপ দেখতে পাওয়া যায়।মুখ্যমন্ত্রীর আশেপাশেও তখন বেশ কিছু লোক ছিলেন। সাপটিকে দেখে সকলেই হতচকিত হয়ে পড়েন। নিরাপত্তা রক্ষীরা দ্রুত ছুটে আসেন। অথচ একটুও ভয় না পেয়ে চুপচাপ নিজের আসনে বসে থাকেন মুখ্যমন্ত্রী।
উপস্থিত সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, "এ হল পিরপিতি, বিষহীন এক ধরনের সাপ। স্থানীয়রা একে পিরপিতি বলে ডাকে। এর কোনো ক্ষতি যেন করা না হয়। এও কারোর কোনো ক্ষতি করবে না।" মুখ্যমন্ত্রীর থেকে আশ্বাস পেয়ে নিরাপত্তা রক্ষীরাও শান্ত হন। এরপর সাংবাদিক বৈঠক চলতে থাকে। বাঘেল জানান, সেপ্টেম্বর মাসের ২ তারিখে ছত্তিশগড়ে আসবেন তাঁদের নেতা রাহুল গান্ধী। সেদিন যুব ও তরুণদের বৈঠক হবে এখানে। ছত্তিশগড়ে ফের কোমর বেঁধে নেমেছে কংগ্রেস, বিধানসভা নির্বাচন খুব দূরে নেই।
এদিকে আজ নাগ পঞ্চমীর দিনে উত্তর প্রদেশের প্রয়াগরাজে নাগবাসুকি মন্দিরে পুজো দিলেন অসংখ্য ভক্তের দল। শিবের মাথায় জল ঢেলে তাঁরা আশীর্ব্বাদ নেন।
Loading...