বাংলার কেঁচো সার দেখতে নিমপিঠে জাপানি দল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বাংলার কেঁচো সার দেখতে নিমপিঠে জাপানি দল

Share This

 

বাংলার কেঁচো সার দেখতে নিমপিঠে জাপানি দল

আজ খবর (বাংলা), নিমপিঠ, দক্ষিণ ২৪ পরগণা, ২৫/০৮/২০২৩ : এ দেশের বর্জ্য ব্যাবস্থাপনা ও দীর্ঘমেয়াদি উন্নয়ন খতিয়ে দেখতে চার দিনের সফরে এ রাজ্যে এসেছে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের ছেলেমেয়েরা। 

কৃষি কাজের উন্নয়নে নিমপিঠের মডেলে তাদের দেশে কেঁচো সার তৈরি করতে চায় জাপান।অপ্রচলিত শক্তির ব্যবহারের পাশাপাশি জৈব সার ব্যাবহারে অনেকটাই এগিয়ে আছে জাপান। এবার তারা ভারতের মডেলে তাদের দেশে কেঁচো সার তৈরি করতে চায় চাষের জন্যে।  এ দেশের বর্জ্য ব্যাবস্থাপনা ও দীর্ঘমেয়াদি উন্নয়ন খতিয়ে দেখতে চার দিনের সফরে এ রাজ্যে এসেছে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের ছেলেমেয়েরা। আজ তারা গ্রামীন স্তরে কিভাবে দীর্ঘমেয়াদি উন্নয়ন হচ্ছে তা খতিয়ে দেখতে দক্ষিন ২৪ পরগনার নিমপিঠ আশ্রম পরিদর্শন করেন। আশ্রমের বায়ো গ্যাস প্লান্ট, মধুর চাষ, জৈব সার, মাসরুম চাষ সহ বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।  


এরপর তারা জয়নগরের সাহাজাদাপুর গ্রাম পঞ্চায়েতের ময়লা পোতা বায়ো গ্যাস প্লান্ট ঘুরে দেখেন।জাপানি দলের নেত্রী ও জাপান সোসাইটি অফ মেটেরিয়ালস সাইকেল অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে মিসুজু আশারি বলেন, "এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে।  এই রাজ্যের কেঁচো সার প্রকল্প দেখে খুবই ভালো লেগেছে। সহযোগিতা পেলে আমরা  জাপানেও কৃষি কাজের জন্যে কেঁচো সার তৈরি করতে আগ্রহী। আমরা এ রাজ্যের কেঁচো সার প্রস্তুতকারক সংস্থাগুলিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানিয়েছি।"  

ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট, এয়ার অ্যান্ড ওয়াটার এর প্রধান ডক্টর সাধন কুমার ঘোষ বলেন, "জাপানের প্রতিনিধিরা এ রাজ্যের দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রকল্পগুলি দেখে মুগ্ধ। তারা জানিয়েছে কোলাবোরেশান পেলে কেঁচো সার, সহ নানা প্রকল্প তাদের দেশে করতে চায়।  আমাদের রাজ্যকেও এই সব উন্নয়ন প্রকল্পে সহযোগিতা  করতে চায় জাপান।"

রিপোর্ট : কৌসর আলী 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages