মিজোরামে মৃত পরিযায়ী শ্রমিকরা মালদহের বাসিন্দা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মিজোরামে মৃত পরিযায়ী শ্রমিকরা মালদহের বাসিন্দা

Share This

 

মিজোরামে মৃত পরিযায়ী শ্রমিকরা মালদহের বাসিন্দা


আজ খবর (বাংলা), মালদহ, পশ্চিমবঙ্গ, ২৪/০৮/২০২৩ : - গতকাল মিজোরামের সাইরাং এলাকায়  রেল সেতু নির্মাণের কাজ করতে গিয়ে নির্মীয়মাণ রেলসেতু ভেঙে মৃত্যু হয়েছে মালদা জেলার ২৩ জন শ্রমিকের।

মিজোরামে রেল সেতু নির্মাণ করতে গিয়ে যে সব শ্রমিকের মৃত্যু হয়েছে তাঁরা বেশিরভাগই পশ্চিমবঙ্গের মালদহের বাসিন্দা বলে জানা গিয়েছে। এর মধ্যে পুখুরিয়া থানার ১৬ জন,কালিয়াচকের ১ জন, গাজোলের ১ জন, ইংলিশ বাজারের ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।পুখুরিয়া থানার কোকলামারি এলাকার একটি পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে।



ঘটনাটি ঘটেছে গতকাল সকাল ১০ টা নাগাদ।ব্রিকসের সম্মেলন থেকে এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারের তরফে মৃতদের ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। ট্যুইটে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, "রাজ্যে কাজ নেই তাই এই শ্রমিকদের রাজ্যের বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে এবং প্রাণ দিতে হচ্ছে। এর জন্যে রাজ্য সরকারই দায়ী।"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages