আজ খবর (বাংলা), শিলিগুড়ি, দার্জিলিং, ২২/০৮/২০২৩ : শিলিগুড়ির মাটিগাড়ায় একাদশ শ্রেণীর যে নেপালি পড়ুয়াকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার তীব্র নিন্দা করলেন জিটিএ প্রধান অনীত থাপা। পাশাপাশি পুলিশের তৎপরতার প্রশংসাও করেন তিনি।
ঘটনাটি ঘটেছে ২১ তারিখে। গতকাল ঐ নেপালি নাবালিকা স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথেই সে নিখোঁজ হয়ে যায়। এরপর মাটিগাড়ার খাপড়াইল মোড় এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে ঐ নাবালিকার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যেই শিলিগুড়ির পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে ফেলে। প্রাথমিকভাবে নানান সমস্যা থাকলেও এত দ্রুত অভিযুক্তকে পাকড়াও করার জন্যে শিলিগুড়ি পুলিশের প্রশংসা করেন জিটিএ প্রধান অনীত থাপা।
একটি চিঠিতে আজ অনীত থাপা লেখেন, "শিলিগুড়ির নেপালি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে অধ্যায়নরত এক নেপালি নাবালিকাকে নির্মমভাবে হত্যার খবর আমাদের সবাইকে হতবাক করেছে। অপরাধী মহম্মদ আব্বাসকে আটক করেছে পুলিশ। পুলিশ প্রশাসনের কাজের প্রশংসা করি। তবে প্রকাশ্য দিবালোকে যা কিছু ঘটেছে তার তীব্র নিন্দা জানাই। ঐ পরিবার যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, তা আমি কল্পনাও করতে পারি না। আমি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে ঘটনার সঠিক তদন্ত করে ওই পরিবার যাতে সুবিচার পায় তার দাবী জানিয়েছি।"