আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২২/০৮/২০২৩ : যাদবপুর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার বিজেপি বিধায়করা বিধানসভায় এলেন কালো উত্তরীয় পড়ে। এদিন বিজেপির তরফ থেকে বিধানসভা মুলতুবির প্ৰস্তাৱ দেওয়া হয়। এরপর বিজেপির বিধায়করা ওয়াক আউট করেন।
যাদবপুর কাণ্ডের প্রতিবাদ করে আজ বিধানসভায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা এলেন কালো উত্তরীয় পরিধান করে। পদ্ম শিবিরের দাবী ছিল যাদবপুর ইস্যু নিয়ে আজই বিধানসভায় আলোচনা করতে হবে। নতুবা বিধানসভা মুলতুবি রাখা হোক। এরপর পদ্ম শিবিরের তরফ থেকে মুলতুবি প্ৰস্তাৱ পেশ করা হয় বিধানসভায়। আর এর কিছুক্ষন পরেই বিজেপি বিধায়কদের স্লোগান দিতে দিতে ওয়াক আউট করতে দেখা যায়। বিধানসভার বাইরে এসেও বিজেপি বিধায়করা জোরদার স্লোগান দিতে থাকেন।
এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "নির্লজ্জ্ শিক্ষামন্ত্রী, অপদার্থ শিক্ষামন্ত্রী। অতি বাম মনোভাবাপন্ন শিক্ষামন্ত্রী হলে এই অবস্থাই হয়।" বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল বলেন, "যাদবপুর হস্টেল ক্যামপাসের অদূরেই রয়েছে থানা। অথচ পুলিশ কি কিছুই জানত না ? এই ঘটনার দায় এড়াতে পারেন না রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর কাণ্ডের দায় স্বীকার করে রাজ্যের শিক্ষামন্ত্রী ও পুলিশ মন্ত্রী দুজনেরই উচিত অবিলম্বে পদত্যাগ করা।"