নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে কলকাতার দিকে দিকে তল্লাশি ইডির - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে কলকাতার দিকে দিকে তল্লাশি ইডির

Share This
নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে কলকাতার দিকে দিকে তল্লাশি ইডির


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/০৮/২০২৩ :  তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি আমেরিকা থেকে দেশে ফিরে  আসতেই ফের তৎপর হয়ে উঠল ইডি।  নিয়োগ দুর্নীতি মামলায় আজ শহরের দিকে দিকে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। 

সোমবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাতে শুরু করেছে ইডি।  দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের সাজুয়া এলাকায় এবং দক্ষিণ কলকাতার নিউ আলিপুরে Leaps & Bound  কোম্পাণিকের দুই ঠিকানায় তল্লাশি চালায় ইডি। এই দুই জায়গা থেকে পাওয়া তথ্য অনুযায়ী ২৪ নম্বর লি রোডের অফিসেও তল্লাশি চালানো হয়।তল্লাশি চালানো হয় সুজয় কৃষ্ণ ভদ্রের মেয়ে ও জামাইয়ের বাড়িতেও। এছাড়াও অন্যান্য জায়গাগুলিতে তল্লাশি চালানো হয়েছে। 

Leaps & Bound এই কোম্পানিটি কিসের ব্যবসা করত তা জানার চেষ্টা চলছে। তবে এটা বোঝা গিয়েছে যে এই কোম্পানীই থেকে বিভিন্ন সংস্থায় অর্থ বিনিয়োগ করা হত। অভিষেক ব্যানার্জি একসময় এই কোম্পানীর ডিরেক্টর ছিলেন। অভিষেকের বাবা অমিত ব্যানার্জি এবং মা শ্রীমতি লতা ব্যানার্জি বর্তমানে এই কোম্পানীর ডিরেক্টর বলে জানা গিয়েছে। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অভিষেকের স্ত্রী রুজিরা ব্যানার্জি এই কোম্পাণীর ডিরেক্টর ছিলেন। এমনকি একটা সময় কালীঘাটের কাকু বলে পরিচিত সুজয় কৃষ্ণ ভদ্রও এই কোম্পাণীর সিইও ছিলেন। এবং তাঁর সময় এই কোম্পানী  প্রভূত সমৃদ্ধিও লাভ করেছিল বলে জানা গিয়েছে। 

কিছুদিন ধরেই নিয়োগ দুর্নীতি মামলায় চুপচাপ থাকতে দেখা গিয়েছে ইডিকে।  অভিষেক ব্যানার্জি চোখের অপারেশন করিয়ে আমেরিকা থেকে ফিরতেই এই মামলার তদন্ত করতে ফের তৎপর হয়ে উঠতে দেখা গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages