সুপ্রীম কোর্টে স্বস্তি পেলেন রাহুল গান্ধী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সুপ্রীম কোর্টে স্বস্তি পেলেন রাহুল গান্ধী

Share This
সুপ্রীম কোর্টে স্বস্তি পেলেন রাহুল গান্ধী
রাহুল গান্ধী, কংগ্রেস 


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০৪/০৮/২০২৩ : 'মোদী' পদবি অবমাননা মামলায় এবার  দেশের শীর্ষতম আদালতে স্বস্তি পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ঐ মামলায় সুরাট আদালতের নির্দেশের ওপর আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রীম কোর্ট।

একটি জনসভায় রাহুল গান্ধী 'মোদী' পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন, যে মন্তব্য নিয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেছিলেন জনৈক গুজরাটবাসী, ঐ  মামলায় সুরাট আদালত রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে দিয়েছিল এবং সেইসঙ্গে দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। এই ঘটনার জেরে রাহুল গান্ধীকে তাঁর দিল্লীর বাড়িটিকেও ছাড়তে হয়েছিল। বিষয়টি নিয়ে যথেষ্ট জল ঘোলা হয়েছিল সংবাদ মাধ্যমেও।

সুরাট আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রীম কোর্টে আবেদন করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর হয়ে প্রতিনিধিত্ব করেছেন আইনজীবী অভিষেক মনু সিংভি। শুক্রবার একটি অন্তর্বর্তী নির্দেশে সুরাট আদালতের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়ে দিয়েছে সুপ্রীম কোর্ট। দেশের শীর্ষতম আদালতের অন্তর্বর্তী নির্দেশে বেশ কিছুটা স্বস্তি পেলেন রাহুল গান্ধী। এই ধরনের নির্দেশ দিতে গিয়ে সুপ্রীম কোর্টের তরফ থেকে মন্তব্য করা হয়েছে যে, "নিম্ন আদালত সর্বোচ্য শাস্তি দিয়ে দিয়েছে,  কিন্তু তার কোনো কারণ বা ব্যাখ্যা দেয় নি।"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages