ইসরোকে চাঁদের ছবি পাঠালো চন্দ্রযান ৩ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ইসরোকে চাঁদের ছবি পাঠালো চন্দ্রযান ৩

Share This

 

ইসরোকে  চাঁদের ছবি পাঠালো চন্দ্রযান ৩

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১৮/০৮/২০২৩ : প্রকৃত গন্তব্য চাঁদ থেকে আর মাত্র কয়েকটা দিন দূরে রয়েছে চন্দ্রযান  ৩;  আগামী ২৩শে  আগষ্ট  চন্দ্রযান ৩এর বিক্রম চাঁদের দক্ষিণ মেরুর মাটি স্পর্শ করতে চলেছে। অসীম অপেক্ষায় ভারতীয় বিজ্ঞানীরা। 

চন্দ্রযানের  সঙ্গে যে স্বয়ংক্রিয় ও অত্যাধুনিক ক্যামেরা লাগানো রয়েছে, সেই ক্যামেরা থেকে চন্দ্রযান  ইতিমধ্যেই চাঁদের বেশ কিছু ছবি তুলেছে। শুক্রবার সেইসব ছবিগুলি প্রকাশ করেছে ইসরো। চাঁদের কক্ষপথে পাক দিতে দিতে এখন চন্দ্রযান একটু একটু করে চাঁদের দিকে এগিয়ে চলেছে। চাঁদের সাথে নিজের দূরত্ব ক্রমশঃ  কমাচ্ছে সে। এভাবেই চাঁদের সাথে দূরত্ব কমাতে কমাতে আগামী ২৩ তারিখে চাঁদের দক্ষিণ প্রান্তে অন্ধকার এলাকায় সফট  ল্যান্ডিং করবে চন্দ্রযান ৩ এর বিক্রম ; তারপরেই ভিতর থেকে বেরিয়ে আসবে রোভার। চাঁদের মাটিতে পদার্পন করেই সে বৈজ্ঞানিক অনুসন্ধানমূলক কাজ করতে শুরু করে দেবে।


 

এবার চন্দ্রযান ৩ মিশনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হচ্ছে ভারতীয় মহাকাশ বিজ্ঞানের জনক বিক্রম সারাভাইকে। তাই এবার মহাকাশযানের রোভারটির নাম রাখা হয়েছে বিক্রম। সব কিছু ঠিক থাকলে ইসরোর বিজ্ঞানীরা আশা করছেন আগামী ২৩ তারিখে চাঁদের দক্ষিণ দিকে অর্থাৎ অন্ধকার জায়গাটিতে সফট  ল্যান্ড করবে চন্দ্রযান ৩, চাঁদের এই জায়গাটিতে বিশ্বের আর অন্য কোনো দেশ তাদের মহাকাশযান নামায় নি, সেদিক থেকে ভারতের কাছে এটি একটি কঠিন  চ্যালেঞ্জ। তাছাড়া সফলভাবে চাঁদের মাটিতে মহাকাশযান নামলে ভারত হবে বিশ্বের চতুর্থ দেশ, যারা চাঁদের বুকে সফলভাবে মহাকাশযান নামাতে পারবে। চন্দ্রযান ৩ এখনও  পর্যন্ত যে ছবিগুলি পাঠিয়েছে তাতে উচ্ছসিত  ইসরোর বিজ্ঞানীরা। ঐ  ছবিগুলিকে নিয়ে ইতিমধ্যেই  বিশ্লেষণের কাজ শুরু হয়ে গিয়েছে। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages