প্রাক্তন প্রধানমন্ত্রীকে বর্তমানের সশ্রদ্ধ প্রণাম
আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১৬/০৮/২০২৩ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ১৪০ কোটি মানুষের সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ।
এক ট্যুইটবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “অবিস্মরণীয় অটলজীকে তাঁর প্রয়াণ দিবসে ভারতের ১৪০ কোটি মানুষের সঙ্গে আমি শ্রদ্ধা নিবেদন করছি। তাঁর নেতৃত্বদানে ভারত বিপুলভাবে উপকৃত হয়েছিল । দেশের প্রগতি এবং বিভিন্ন ক্ষেত্রে দেশকে একবিংশ শতাব্দীতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন ।”
প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রথমবার বিজেপি এনডিএ সহযোগী দলগুলিকে বাজপেয়ীর প্রয়াণ দিবসে আমন্ত্রণ জানিয়েছিল। সেই আমন্ত্রণ উপলক্ষে বুধবার হাজির হয়েছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি, তামিল মনিলা কংগ্রেসের নেতা জিকে ভাসন, এআইএডিএমকে নেতা থাম্বিদুরাই, আপনা দল নেত্রী অনুপ্রিয়া প্যাটেল, এনসিপি নেতা প্রফুল প্যাটেল, আগাথা সাংমা প্রমুখ।