আজ খবর (বাংলা), বারাসাত, উত্তর ২৪ পরগণা, ২২/০৮/২০২৩ : ব্যাংকের লোন পরিশোধ করতে হবে ।অন্যথায় জীবনে নেমে আসবে চরম বিপর্যয় । যে ফোন নম্বর দেওয়া হবে এবং যেখানে টাকা দিতে বলা হবে দ্রুত সেখানে টাকা পাঠাতে হবে। নির্দেশ না মানলে নিজের ছবি কোন নগ্ন ছবির সাথে যুক্ত করে সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। এবার নয়া পদ্ধতিতে ভিন রাজ্য থেকে সক্রিয় হয়েছে প্রতারণার ছক।
উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গার বাসিন্দা সুনন্দা বিশ্বাস সোমবার সকালে ঘুম থেকে উঠে এ রকমই একটি ভয়ংকর ঘটনার সাক্ষী হলেন। বর্তমানে তিনি বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকে কমিশন ভিত্তিতে ঋণ পাইয়ে দেওয়া কর্মের সঙ্গে যুক্ত। সোমবার সকালে তার মোবাইলে বেশ কিছু নগ্ন ছবি পাঠানো হয় এবং সেখানে অডিও মেসেজ পাঠানো হয়। তাতে হিন্দি ভাষায় স্পষ্ট জানানো হয়, যে ব্যক্তি টাকা লোন নিয়েছেন তাকে অবিলম্বে টাকা পরিশোধ করার জন্য যে জায়গায় যে সময় যে নির্দিষ্ট নম্বর দেওয়া হচ্ছে সেখানে পাঠানোর নির্দেশ দিন। যদি এই নির্দেশ না মানা হয় তাহলে সুনন্দা বিশ্বাসের ছবি দিয়ে ঠিক যেভাবে নগ্ন ছবিগুলো পাঠানো হয়েছে সেই ভাবে ছবি তৈরি করে সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে।
মাথায় আকাশ ভেঙে পড়ে সুনন্দা বিশ্বাসের। মধ্যবিত্ত ঘরের একজন শিক্ষিত মহিলা মাথা উঁচু করে রুজি রোজগারের জন্য যখন লড়াই করছেন ঠিক সেই সময় এক প্রতারণার ছক তাকে ঘিরে কষা হয়েছে তা তিনি বুঝতে পারেন। তিনি সরাসরি উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থানায় প্রথম অভিযোগ দায়ের করেন। সেখানে তাঁকে লিখিত অভিযোগে সুস্থ জীবনে সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য রাজ্যের পুলিশের সহযোগিতা প্রার্থনা করতে দেখা যায়। এরপর বারাসত থানার পক্ষ থেকে অভিযোগকারী ব্যাংক ঋণের সঙ্গে যুক্ত কর্মী সুনন্দা বিশ্বাসকে পাঠানো হয় বারাসাত জেলা পুলিশ সুপার অফিসে সাইবার ক্রাইম শাখায়। সেখানে তাঁর কাছ থেকে টেলিফোনে যে সকল নগ্ন ছবি ও বার্তা এসেছে তার ফটোকপি সংগ্রহ করে সাইবার ক্রাইম শাখা।
এবার উত্তর ২৪ পরগনা জেলার সাইবার ক্রাইম শাখা তদন্ত করে দেখছে ভিন রাজ্যের কোথা থেকে কিভাবে এই প্রতারণার চক্র সক্রিয় হয়েছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে বিভিন্ন মহিলাদের নগ্ন ছবি ও ভিডিও সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে যুবক যুবতীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা প্রায়ই ঘটে। কিন্তু এবার ব্যাংক ঋণ পাইয়ে দেওয়া কর্মীকে অন্য ব্যক্তির লোন পরিশোধ করানোর হুমকি দিয়ে টাকা আদায়ে নগ্ন ছবি প্রকাশ করার প্রতারণার ঘটনা এ রাজ্যে নয়া ছক বলে মনে করছেন সাইবার ক্রাইম শাখার অফিসাররা।