জি ২০ গোষ্ঠীর দুর্নীতি বিরোধী সম্পর্কিত বৈঠকটি কলকাতায় হতে চলেছে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


জি ২০ গোষ্ঠীর দুর্নীতি বিরোধী সম্পর্কিত বৈঠকটি কলকাতায় হতে চলেছে

Share This
জি ২০ গোষ্ঠীর দুর্নীতি বিরোধী সম্পর্কিত বৈঠকটি কলকাতায় হতে চলেছে


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৮/০৮/২০২৩ : ভারতের সভাপতিত্বে জি-২০ গোষ্ঠীর দুর্নীতি বিরোধী তৃতীয় কর্মীগোষ্ঠীর বৈঠক ৯ থেকে ১১ আগস্ট কলকাতায় অনুষ্ঠিত হবে। এই বৈঠকে জি-২০-র সদস্য রাষ্ট্রগুলির ১৫৪ জন প্রতিনিধি ছাড়াও আমন্ত্রিত ১০টি দেশের এবং বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বৈঠকের পর ১২ আগস্ট জি-২০-র দুর্নীতি বিরোধী মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং। এটি এই গোষ্ঠীর মন্ত্রিপর্যায়ের দুর্নীতি বিরোধী দ্বিতীয় বৈঠক। বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে রাজনৈতিক সদিচ্ছার বিষয়টি আলোচনা হবে।  

ভারতের সভাপতিত্বে জি-২০ গোষ্ঠীর দুর্নীতি বিরোধী কর্মীগোষ্ঠীর বৈঠকে অর্থনৈতিক ক্ষেত্রে দেশত্যাগী অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নীতি প্রণয়নে যথেষ্ট অগ্রগতি হয়েছে। এর মধ্যে এই ধরনের অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়টিও রয়েছে। এক্ষেত্রে ২০১৮ সালে জি-২০ গোষ্ঠীর বৈঠকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে ৯ দফা প্রস্তাব দিয়েছিলেন, তা বিশেষ গুরুত্ব পেয়েছে। 

ভারতের সভাপতিত্বে দুর্নীতি বিরোধী কর্মগোষ্ঠীর প্রথম এবং দ্বিতীয় বৈঠক গুরুগ্রাম এবং ঋষিকেশে অনুষ্ঠিত হয়। জি-২০ গোষ্ঠীর কর্মীগোষ্ঠীর বৈঠকে আন্তর্জাতিক স্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে ভারত সংশ্লিষ্ট সকলের মধ্যে মতৈক্য গড়ে তুলতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে সর্বোচ্চ স্তরে তিনটি অঙ্গীকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত সংগঠনগুলি যাতে স্বাধীন এবং স্বচ্ছ ভাবে দায়বদ্ধতার সঙ্গে কাজ করতে পারে, সেই লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য একটি নীতি-নির্দেশিকা তৈরি করা হয়েছে। এই সংক্রান্ত অপরাধের দ্রুত মীমাংসার ক্ষেত্রে পলাতক অপরাধীকে দ্রুত ফিরিয়ে নিয়ে এসে প্রয়োজনীয় বিচার কাজ সম্পন্ন করার জন্যেও বিশেষ নীতি-নির্দেশিকা তৈরি করা হয়েছে, যেখানে ওই অপরাধীর সম্পত্তি উদ্ধার করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যাবে। 

দুর্নীতি প্রতিরোধী সংগঠনগুলির মধ্যে তথ্যের আদান-প্রাদানের জন্য ছয় দফা পরিকল্পনা করা হয়েছে। এরফলে, অর্থনৈতিক ক্ষেত্রে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে এবং এই অপরাধীদের দ্রুত বিচার হবে। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages