![]() |
বেহালা চৌরাস্তার মোড়ে জ্বলছে পুলিশ ভ্যান |
আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৪/০৮/২০২৩ : শুক্রবার দিনের শুরুতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মাটি তোলার একটি ডাম্পার পিষে দিয়ে চলে গেল ক্লাস টু-এর এক ক্ষুদে পড়ুয়াকে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। গুরুতর আহত অবস্থায় তার বাবাকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে।
ঘটনাস্থল বেহালা চৌরাস্তা, এখানেই চার রাস্তার মোড়ের মাথায় রয়েছে বড়িশা স্কুল। আজ এখানেই বাবার সাথে স্কুলে আসছিলো ছোট্ট সৌরনীল সরকার। বড়িশা প্রাথমিক স্কুলের ক্লাস টু-এ পড়ে সে। বাবার সাথে সে ডায়মন্ড হারবার রোড পার হয়ে স্কুলে আসছিল। সেই সময় সকাল সাড়ে ছ'টা নাগাদ একটি মাটি তোলার ডাম্পার পিষে দিয়ে চলে যায় সৌরনীলকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গুরুতর আহত হয় তার বাবা, তাঁকে প্রথমে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাঁকে পাঠানো হয় এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে।
এর পরেই উত্তেজিত জনতা ডায়মন্ড হারবার রোড অবরোধ করে। বিভিন্ন লরি ও বাসে ভাংচুর চালানো হয়। বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ঘটনাস্থলে আসে পুলিশের বিশাল বাহিনী। উত্তেজিত জনতার সাথে পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে যায়, পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের সেল ফাটায়। কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে পড়ে অভিভাবক, শিক্ষক ও ক্ষুদে পড়ুয়ারা। পুলিশের গাড়িতেও ভাংচুর চালানো হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়।
গোটা ঘটনায় পুলিশকেই দায়ী করা হয়। অভিযোগ ওঠে, এলাকায় বেসরকারি স্কুলগুলিতে ট্রাফিক পুলিশের পর্যাপ্ত আয়োজন থাকে অথচ বড়িশা স্কুল বার বার আবেদন করেও চৌরাস্তা অঞ্চলে ট্রাফিক পুলিশের কোনো নিরাপত্তা পায় নি।এদিন প্রায় তিন ঘন্টা অবরোধ চলে ডায়মন্ড হারবার রোডে। ঘটনাস্থলে আসেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি এই ব্যাপারে সবরকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি জানান হাওড়ার সাঁতরাগাছি অঞ্চল থেকে ঘাতক লারিটিকে এবং তার চালককে আটক করা হয়েছে।
আরও পড়ুন