আজ খবর (বাংলা), মাটিগাড়া, শিলিগুড়ি, দার্জিলিং, 24/08/2024 : শিলিগুড়ির মাটিগাড়ায় নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে শিলিগুড়িতে 12 ঘণ্টার বনধ ডেকেছিল বিশ্ব হিন্দু পরিষদ। সেই বনধে ব্যাপক সাড়া মিলল। শিলিগুড়ি শহরের প্রায় সব দোকানপাট ও অফিস বন্ধ ছিল আজ। গাড়ি চলাচলও ছিল রীতিমত হাতে গোনা। পাহাড় জুড়ে পড়ুয়ারাও প্রতিবাদে পোস্টার সেঁটেছে। আজ বনধের প্রতিবাদে তৃণমূলের তরফে আজ এলটি মিছিল বের করা হয়।
Loading...