বিরোধী মহাজোটের নতুন নাম 'ইন্ডিয়া' - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বিরোধী মহাজোটের নতুন নাম 'ইন্ডিয়া'

Share This

 

বিরোধী মহাজোটের নতুন নাম 'ইন্ডিয়া'

আজ খবর (বাংলা), ব্যাঙ্গালুরু, কর্নাটক, ১৮/০৭/২০২৩ : বিজেপি বিরোধী মহাজোটের আজ একটা নাম করন  করা হয়ে গেল বলে বৈঠক সূত্রে জানা যাচ্ছে। এই নতুন নামের নিচেই একজোট হয়ে রাজনৈতিক লড়াই চালাবে দেশের অবিজেপি দলগুলি। উদ্দেশ্য একটাই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে গোহারা হারানো।

দেশের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি জোট বেঁধে আগামী বছর লোকসভা নির্বাচনে এগোতে চায়। বিজেপিকে তারা দেশ থেকে উৎখাত করে দিতে চায়। সেই উদ্দেশ্যেই অবিজেপি শক্তিগুলিকে নিয়ে মহাজোট তৈরি হয়েছে। যে দলের শক্তি যে রাজ্যে বেশি, সেই দল সেখানে লড়াই করবে, তার পাশে থাকবে মহাজোট। সব রকম ব্যবস্থা নেওয়া হবে যাতে ভোট ভাগাভাগি না হয়। ভোটে গোটা লড়াইটা বিজেপির বিরুদ্ধে লড়বে ঐ  মহাজোট। 

মহাজোটের প্রথম বৈঠকটি হয়েছিল বিহারের পাটনায়। আহবায়ক ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তারপর হিমাচল প্রদেশে দ্বিতীয় বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারনে সেই বৈঠক ভেস্তে যায়। শেষমেশ ঠিক হয় কংগ্রেস পরিচালিত কর্নাটকের ব্যাঙ্গালুরুতে হবে দ্বিতীয় বৈঠকটি। সেইমত কংগ্রেসের আহবানে মঙ্গলবার দেশের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি বৈঠকে মিলিত হয়েছে।  পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বৈঠকে আছেন কংগ্রেস এবং সিপিএম নেতারা।

বিজেপির বিরুদ্ধে গড়ে ওঠা এই মহাজোটকে কটাক্ষ করেছে বিজেপি। তবু এগিয়ে চলেছে মহাজোট। কেন্দ্র সরকার কিভাবে ইচ্ছেমত কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলিকে হেনস্তা করছে, সেইসব নিয়ে আলোচনা হয়েছিল প্রথম বৈঠকে। দ্বিতীয় বৈঠকে বিজেপির বিরুদ্ধে লড়াই করার মূল রূপরেখা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। 

কিন্তু বিরোধী শিবিরের এই মহাজোটের নাম কি হবেএটা নিয়ে প্রশ্ন উঠেছিল। আজকের বৈঠকে সম্ভবত সেটা নিয়ে আলোচনাও হয়েছে। বৈঠক সূত্রে জানা গিয়েছে, বিরোধীদের এই মহাজোটের নাম হতে চলেছে 'ইন্ডিয়া'। দেশের নামের সাথে সাযুজ্য রেখে এই নাম রাখা হয়েছে। বিরোধীদের বক্তব্য এটা আসলে দেশ বাঁচানোর লড়াই তাই 'ইন্ডিয়া' নাম নেওয়া হয়েছে। তাছাড়া এই নামটি উচ্চারণ করতেও সুবিধা। 'ইন্ডিয়া' কথাটির পুরো মানে হল 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ এলায়েন্স' অর্থাৎ বিরোধীরা এবার থেকে বিজেপির বিরুদ্ধে 'ইন্ডিয়া' নামের হয়ে রাজনৈতিক লড়াই করবে। ভোটেও লড়বে। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages