চার বিদেশী জঙ্গী খতম কাশ্মীরে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


চার বিদেশী জঙ্গী খতম কাশ্মীরে

Share This
চার বিদেশী জঙ্গী খতম কাশ্মীরে

আজ খবর (বাংলা), পুঞ্চ , জম্মু ও কাশ্মীর, ১৮/০৭/২০২৩ : নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে  চার সশস্ত্র জঙ্গী খতম হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। 

গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনী পুঞ্চের সিন্ধারা এলাকার একটি গ্রামে অভিযান চালায়। গতকাল বেলা সাড়ে এগারোটা নাগাদ এই অভিযান শুরু হলেও নিরাপত্তা বাহিনীকে চরম ধৈর্য্যের পরীক্ষা দিতে হয়। অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়। এরপর ড্রোন এবং অন্যান্য রাত্রিকালীনসরঞ্জামকে কাজে লাগানো হয়। আজ  ভোরবেলা থেকেই শুরু হয়ে যায় এনকাউন্টার। মুহুর্মুহু চলে গুলির লড়াই। এলসকাটি রীতিমত কেঁপে ওঠে। জঙ্গীরাও বোধ হয় প্রস্তুত ছিল, তারাও প্রবলভাবে গুলি চালাতে শুরু করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে এনকাউন্টারে মোট চারজন জঙ্গীকে খতম করা হয়েছে। তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্র শস্ত্র। জঙ্গীরা সম্ববত প্রত্যেকেই বিদেশী। তাদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। গোটা এলাকাকে  কর্ডন করে ঘিরে ফেলা হয়েছে এবং তল্লাশি চালানো হচ্ছে। এই অভিযানে নিরাপত্তা বাহিনীতে ছিল ইন্ডিয়ান আর্মির একটি বিশেষ বাহিনী, রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর পুলিশের জওয়ানরা। 


কাশ্মীরে ভূমিকম্প : এদিকে কাশ্মীরের কাটরা অঞ্চলে গতকাল রাত্রি ১০টা  বেজে ৭ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৮ বলে জানা গিয়েছে। ভূকম্পনের কেন্দ্র ও উৎপত্তিস্থল ছিল কাটরা থেকে ৮০ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের জেরে হতাহতের কোনো খবর নেই এখনও  পর্যন্ত। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages