আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৮/০৭/২০২৩ : রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ২৭ দিনে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল, যে কারনে ভোটের দিন এবং ভোট পরবর্তী দিনগুলিতে হিংসার আতঙ্কে দিন কাটাতে শুরু করেছিল সাধারণ মানুষ। আজ ভোটের দিন এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট ৯ জন।
আজ সকাল থেকেই মুর্শিদাবাদ এবং কোচবিহার জেলা থেকে হিংসার খবর আসতে শুরু করেছে। মুর্শিদাবাদের রাণীনগরে দফায় দফায় বোমাবাজি হয়েছে। ভোটদান প্রক্রিয়াও ব্যাহত হয়েছে বারে বারে। কোচবিহার জেলার দিনহাটায় অচিনতলা গ্র্রামের ৬/১৮০ ও ৬/১৮১ নম্বর বুথে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এই বুথগুলিতে ভাংচুর চালানো হয়, ব্যালট বাক্সে আগুল লাগিয়ে দেওয়া হয়। সিসিটিভি ভেঙে দেওয়া হয়। সন্ত্রাসের ভয়ে ভোট কর্মীদের টেবিলের নিচে লুকিয়ে পড়তে দেখা যায়। এখানকার ৮৪ নম্বর বুথে কোনো ভোটকর্মীর দেখা পাওয়া যায় নি। কোচবিহারের গীতালদহে বিজেপি প্রার্থীর স্বয়ামীকে গুলি করা হয় ।
ভোটের দিন কদম্বগাছিতে এক নির্দল সমর্থককে পিটিয়ে খুন করা হয়। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। নদীয়ার চাপড়ায় কল্যানদহে এক তৃণমূল কর্মী খুন হয়েছেন, অভিযোগের তীর কংগ্রেসের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানে নিহত হয়েছেন ১ জন। মালদহে নিহত হয়েছেন ১ জন। উত্তর ২৪ পরগনায় নিহত হয়েছেন ১ জন। তুফানগঞ্জে খুন হয়েছেন এক তৃণমূল কর্মী। কোচবিহারে খুন হয়েছেন ২ জন, তার মধ্যে একজন বিজেপির পোলিং এজেন্ট বলে জানা গিয়েছে। আজ ভোটের দিনেই রাজনৈতিক হিংসার বলি অন্তত ৯ জন।