পঞ্চায়েত ভোটের পরের দিনেও দিকে দিকে অশান্তি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


পঞ্চায়েত ভোটের পরের দিনেও দিকে দিকে অশান্তি

Share This
পঞ্চায়েত ভোটের পরের দিনেও দিকে দিকে অশান্তি


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০৭/২০২৩ : গতকাল রাজ্যে পঞ্চায়েত নির্বাচন মিটে যাওয়ার পরের  দিনেও দিকে দিকে অশান্তি এবং উত্তেজনা ছড়িয়েছে।  অবরোধ, ঘেরাও, বোমাবাজির ঘটনার খবর আসতে  শুরু করেছে রাজ্যের বিভিন্ন জেলাগুলি থেকে।

ভোটের ব্যালট এবং ব্যালট বাক্স বদলে দেওয়ার অভিযোগে রবিবার উত্তেজনা দেখা দেয়  নন্দকুমারে। এখানে বিজেপি কর্মীরা পথ অবরোধ করে স্লোগান দিতে থাকেন। অবরুদ্ধ হয়ে পড়ে হলদিয়া যাওয়ার রাস্তাও। পুলিশ এসে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়।  গতকাল ভোট লুঠের অভিযোগে আজ চাঁচলে রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেস। পথ অবরোধও করা হয়।  ফের নির্বাচনের দাবী জানানো হয় কংগ্রেসের তরফ থেকে। মালদহের রথবাড়ি মোড়েও  পথ অবরোধ করা হয়।  মালদহের হরিশ্চন্দ্রপুরে মাথা ফেটে গিয়েছে এক ডিএসপির।

মুরসাদাবাদেও ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়ে। তুমুল ইঁটবৃষ্টির সাথে সাথে ব্যাপক বোমাবাজিও চলতে থাকে। গুলিবিদ্ধ হয়েছে এক কিশোর। এদিকে ভোটের পরের দিনেও অশান্তি অব্যাহত রয়েছে রাণীনগরে। অশান্ত হয়েছে মিনাখাঁ। এখানে বিজেপি কর্মীদের বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। যদিও তৃণমূল সব অভিযোগ অস্বীকার করেছে। গতকালের পর আজও  থমথমে হয়ে রয়েছে কোচবিহারের দিনহাটা। 

নদীয়ার চাকুলিয়ায় একাধীক বাস ও গাড়িতে আগুন নলাগিয়ে দেওয়া হয়েছে। বেলডাঙ্গায় অবরোধ হলেও পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া  করে ভীড় হঠিয়ে দেয়। উত্তর ২৪ পরগণার  আমডাঙায় তৃণমূল ও আইএসএফ-এর মধ্যে দফায় দফায় সংঘর্ষ  বেঁধে যায়. ব্যাপক বোমাবাজি হয়েছে ঐ  এলাকায়। ঘটনাস্থলে বিস্শাল পুলিশ বাহিনী রয়েছে। শ্রীকৃষ্ণপুরে পথ অবরোধ করেছে বিজেপি কর্মীরা। আগামীকাল রাজ্যের একাধিক বুথে ফের ভোট গ্রহণের সম্ভাবনা রয়েছে। এই ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশন সম্ভবত আজই  সিদ্ধান্ত নেবে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages