ভাঙ্গরে ঢুকতে বাধা বিধায়ক নৌশাদকে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ভাঙ্গরে ঢুকতে বাধা বিধায়ক নৌশাদকে

Share This
ভাঙ্গরে  ঢুকতে বাধা বিধায়ক নৌশাদকে


আজ খবর (বাংলা), ভাঙ্গর , দক্ষিণ ২৪ পরগণা , ১৪/০৭/২০২৩ :  ভাঙ্গরের  বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে  আজ ভাঙ্গরে ঢুকতে বাধা দিল পুলিশ। যার জেরে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

এদিন সকালে ভাঙ্গরের বিধায়ক তথা আইএসএফ নেতা নৌশাদ সিদ্দিকি ভাঙ্গরে যাচ্ছিলেন। সেই সময় পুলিশ তাঁর পথ রোধ করে দাঁড়ায়। এক মহিলা ডিএসপি অফিসারের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়েন নৌশাদ। তিনি ঐ  মহিলা অফিসারকে নিজের বিধায়ক কার্ড বের করে দেখান এবং ভাঙরে যেতে চান। কিন্তু ঐ  এলাকায় রাস্তার ওপর ব্যারিকেড করে পুলিশ বিধায়কের গাড়ি আটকে দেয়। নৌশাদ সিদ্দিকিকে  সেখানেই গাড়ির মধ্যে দীর্ঘক্ষণ বসে থাকতে দেখা যায়। তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে থাকেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাঙড়ের ঐ  এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। যদিও সেই এলাকায় কয়েকজনকে পুলিশ যাওয়ার অনুমতি দিচ্ছে। পুলিশের ওপর মহল থেকে পাঠানো সেই তালিকার মধ্যে নাম নেই বিধায়ক নৌশাদ সিদ্দিকির।  সেই কারণেই তাঁকে ভাঙ্গরে যাওয়ার পথে আটকানো হয়েছে। কিন্তু পুলিশের ঐ  তালিকায় এলাকার বিধায়কের নাম নেই কেন ?  সেই প্রশ্নের অবশ্য সদুত্তর পাওয়া যায় নি।

পুলিশের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়ার  পর বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে  দীর্ঘক্ষণ নিজের গাড়িতে বসে থাকতে দেখা যায়। তিনি স্থানীয় সাংবাদিকদের প্রশ্ন করেন যে এলাকার জন প্রতিনিধি হয়েও তিনি কেন নিজের এলাকায় যেতে পারবেন না ? তিনি তো শান্তির বার্তা নিয়ে নিজের এলাকাতেই যাচ্ছেন ! তাহলে শাসক দলের নেতাদের সেখানে কেন যেতে দেওয়া হচ্ছে আর তাঁকেই শুধু আটকানো হচ্ছে কেন ? কারা কারা ওই এলাকায় যাওয়ার অনুমতি পাচ্ছেন পুলিশের থেকে ? সেই নামের তালিকা অবশ্য দিতে পারে নি পুলিশ। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages