আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২৭/০৭/২০২৩ : রাজ্যসভায় নাগাল্যান্ড থেকে প্রথম মহিলা সদস্য হিসেবে শ্রীমতী এস ফাংনন কোনিয়াক সভায় সভাপতিত্ব করায় প্রধানমন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
গত সপ্তাহে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরের ভাইস চেয়ার পার্সনের তালিকায় মনোনীত হওয়ার পর রাজ্যসভায় নাগাল্যান্ডের প্রথম মহিলা সদস্য হিসেবে শ্রীমতী এস ফাংনন কোনিয়াক সভায় সভাপতিত্ব করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
রাজ্যসভার সংসদ সদস্য শ্রীমতী এস ফাংনন কোনিয়াক – এর এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন, “খুব গর্বের মুহূর্ত”।
রাজ্যসভার সংসদ সদস্য শ্রীমতী এস ফাংনন কোনিয়াক – এর এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন, “খুব গর্বের মুহূর্ত”।
Loading...