আজ খবর (বাংলা),কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৮/০৭/০২০২৩ : আজ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনে সাধারণ মানুষকে অবাধে নিজের ভোটাধিকার প্রয়োগের জন্যে আহবান জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তর্জনীর ওপর কালো কালির দাগের ক্ষমতা অনেক বেশি বলে তিনি রাজ্যবাসীকে অবহিত করতে চাইলেন।
আজ পঞ্চায়েত নির্বাচন, আর এই পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে গত এক মাসে রাজ্যে ঘটে গিয়েছে একের পর এক অশান্তির ঘটনা। মারপিট, ঘেরাও, বোমাবাজি, গুলি, খুনের ঘটনার সাক্ষী থেকেছেন রাজ্যবাসী। গত ২৭ দিনে ২০ জনের মৃত্যু হয়েছে রাজ্যে, তার মধ্যে আবার একজন নাবালকও রয়েছে। এইসব হানাহানির ঘটনা ঘটেছে নির্বাচনের প্রাক্কালে, মানুষ চরম আতঙ্কে রয়েছে যে নির্বাচনের দিন অথবা নির্বাচনের পরবর্তী দিনগুলিতে তাহলে কি হবে ?
রাজ্যের সর্বত্র যে অশান্তির বাতাবরণ রয়েছে তা নয়, বেশিরভাগ জায়গাতেই শান্তির বাতাবরণ রয়েছে। কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে সর্বত্র। এইরকম একটা পরিবেশে সমস্ত ভয়কে জয় করে সাধারণ মানুষকে এগিয়ে এসে তাঁদের ভোটাধিকার প্রয়োগের আহবান জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। গতকাল তিনি বলেন, "সমস্ত ভয় কাটিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করুন। তর্জনীর ওপর কালো কালির যে দাগ দেওয়া হয় ভোট দেওয়ার জন্যে, জেনে রাখবেন তার শক্তি অনেক বেশি। এটা হল বুলেট বনাম ব্যালটের যুদ্ধ, যেখানে গণতন্ত্রের জয়কে সুনিশ্চিত করতে ব্যালট পেপারকেই হাতিয়ার করতে হবে। ভোটদানই হল সকল সমস্যার স্থায়ী সমাধান। বৃষ্টি পড়লে ছাতা মাথায় দিয়ে ভোট দিতে যান। ঐ ছাতাই যেমন আপনাকে রক্ষা করবে তেমন আপনার ভোটও আপনাকে রক্ষা করবে।" আজ ভোটের দিন রাজ্যপাল রাস্তায় বা গ্রাউন্ড জিরোতে থাকবেন বলে জানিয়েছেন।