আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/০৭/২০২৩ : শহীদ দিবসের দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্র সমেত পাকড়াও হল এক ব্যক্তি।
কালীঘাট থানার পুলিশ ঐ ব্যক্তিকে গ্রেপ্তার করে কালীঘাট থানায় নিয়ে গিয়েছে। তার হেফাজত থেকে পাওয়া গিয়েছে একটি স্বয়ংক্রিয় রিভলবার, একটি ভোজালি এবং কিছুটা মাদক। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ঐ ব্যক্তির নাম শেখ নূর আমিন, তার বাড়ি রবীন্দ্রনগর এলাকায়। পেশায় সে একজন ইন্টেরিয়ার ডিজাইনার। তার গাড়িতে পুলিশ স্টিকার লাগানো ছিল। তার থেকে ভুয়ো আইডেন্টিটি কার্ডও উদ্ধার হয়েছে বেশ কয়েকটা। কি উদ্দেশ্যে ঐ ব্যক্তি অস্ত্র সহ হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এসেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। তবে প্রাথমিকভাবে ঐ ব্যক্তি জানিয়েছে সে মমতার সাথে দেখা করতেই ওখানে গিয়েছিল।
অন্যান্য দিনে কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অত্যন্ত কড়া পাহারা থাকলেও প্রতি বছর ২১শে জুলাই সেই পাহারা একটু হলেও শিথিল করা হয়। দূর দূরান্ত থেকে তৃণমূল সমর্থকেরা মমতার বাড়িতে একটা দূরত্ব পর্যন্ত প্রবেশ করতে পারেন। এদিন সকালে প্রচুর মানুষের ভীড় ছিল মমতার বাড়িতে। সেই সময় বেশ কিছু পুলিশের গাড়ির ভীড়ে কালো রঙের একটি গাড়িকে বেশ কিছুক্ষণ মমতার বাড়ির সামনে পুলিশ কিয়স্ক ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, গাড়ির সামনের কাঁচে পুলিশ স্টিকার ছিল। সন্দেহ হওয়ায় পুলিশ ঘিরে ধরে ওই গাড়িটিকে। এর পরেই স্যুট পরিহিত শেখ নূর আমিনকে গাড়ি থেকে নামায় পুলিশ। চ্যালেঞ্জ করতে আমিন একটি ভুয়ো আইবি আইডেন্টিটি কার্ড দেখায়। এরপরেই তার তল্লাশি নেওয়া হয় এবং দ্রুত তাকে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্যে। জানা যায় আমিন একটি মানবাধিকার সংগঠনের সাথে যুক্ত রয়েছে। কালীঘাট থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।