আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১০/০৭/২০২৩ : সুপ্রীম কোর্ট আর রক্ষাকবচ দিল না তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার যে কোনো কেন্দ্রীয় এজেন্সি অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে।
রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে ইডি। ইতিমধ্যেই কেন্দ্রীয় এজেন্সিগুলি ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কোনো কেন্দ্রীয় এজেন্সি যাতে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে না পারে, তার জন্যে প্রথমে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। কিন্তু হাইকোর্ট তাঁকে রক্ষা কবচ দেয় নি; উল্টে ২৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রীম কোর্টে আবেদন জানিয়েছিলেন অভিষেক।
সোমবার এই মামলার শুনানি ছিল সুপ্রীম কোর্টে। কিন্তু আজকের শুনানিতে জোর ধাক্কা খেলেন অভিষেক। মিলল না রক্ষা কবচ। সুপ্রীম কোর্ট জানিয়ে দিল হাইকোর্টের এই মামলায় তারা হস্তক্ষেপ করবে না। তাই হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে। অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সিগুলি তদন্ত চালাতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। এই ব্যাপারে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশই বহাল থাকল। তবে হাইকোর্ট যে ২৫ লক্ষ টাকার জরিমানার নির্দেশ দিয়েছিল তা খারিজ করে দিয়েছে সুপ্রীম কোর্ট। অর্থাৎ অভিষেককে ২৫ লক্ষ টাকা জরিমানা দিতে হচ্ছে না। প্রসঙ্গত উল্লেখ্য, ঐ মামলায় ধৃত কুন্তল ঘোষকেও ২৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল।