আজ খবর (বাংলা). কলকাতা, পশ্চিমবঙ্গ। ০৭/০৭/২০২৩ : আজ বাদে কাল রাজ্যে পঞ্চায়েত ভোট, আর ভোট যতই এগিয়ে আসছে ততোই রাজ্য জুড়ে সন্ত্রাসের আবহ তৈরি হচ্ছে। আজও তার অন্যথা হয় নি, আজ রাণীনগরে প্রাণ গিয়েছে কংগ্রেস কর্মী অরবিন্দ মন্ডলের। কংগ্রেসের অভিযোগের তীর তৃণমূলের দিকে। বনগাঁর কালুপুরে আজ একটি গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়েছে।
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গত ২৭ দিনে মোট ২০ জনের মৃত্যু হয়েছে। এখনো বাকি রয়েছে ভোটের দিন এবং ভোট পরবর্তী দিনগুলো, এই সময়টাতে সন্ত্রাস যে কি রূপ নেবে সেটা কেউ বলতে পারছে না। গত ২৭ দিনে যে ২০ জনের মৃত্যু হয়েছে তাঁরা হলেন -
০৯/০৬ - ফুলচাঁদ শেখ - খড়গ্রাম (কং), ১৫/৬ - রশিদ মোল্লা, ভাঙ্গর, ১৫/০৬ - আলাউদ্দিন মোল্লা, ভাঙ্গর (টিএমসি), ১৫/০৬ - মঈনুদ্দিন মোল্লা, ভাঙ্গর (আইএসএফ), ১৫/৬ - মোজাম্মেল শেখ, ভাঙ্গর, (টিএমসি), ১৭/৬ - মোস্তাক আলী, কালিয়াচক, (টিএমসি), ১৮/৬ - শম্ভু দাস, দিনহাটা, (বিজেপি), ২১/৬ - মনসুর আলম, চোপড়া, (টিএমসি), ২২/৬ - ধনঞ্জয় চৌবে, আদ্রা, (টিএমসি), ২৪/৬ - আলিম শেখ, বেলডাঙা, ২৭/৬ - বাবু হক, দিনহাটা (টিএমসি), ২৯/৬ - দীপক সামন্ত, সবং (বিজেপি), ২/৭ - নজিয়ারুল মোল্লা, বাসন্তী (টিএমসি), ৩/৭ - পরিতোষ মন্ডল, হাড়োয়া, (টিএমসি), ৩/৭ - বঙ্কিম হাঁসদা, বান্দোয়ান (বিজেপি), ৪/৭ - ইমরান হাসান (নাবালক), দেগঙ্গা, ৬/৭ - কামাল শেখ, বেলডাঙা, ৬/৭ - দিলীপ মাহারা, বেলডাঙা (বিজেপি), ৬/৭ - আলম হালদার, কুলপি, (কং), ৭/৭ - অরবিন্দ মন্ডল, রাণীনগর (কং) .
রাজ্যের পঞ্চায়েত এলাকাগুলিতে আজও রুট মার্চ করেছে কেন্দ্রীয় বাহিনী। এই বাহিনীর থাকা খাওয়ার জন্য খরচ হবে প্রায় ৩৫০ কোটি টাকা, সেই টাকা কেন্দ্রের থেকে চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা কমানো হয়েছে। ২২ জেলায় মোট ২১ জন বিশেষ পর্যবেক্ষক রাখা হয়েছে, এই পর্যবেক্ষকরা সকালেই আইএএস অফিসার। এছাড়া থাকছেন মোট ২৩৮ জন পর্যবেক্ষক, যাঁরা সকালেই ডব্লুবিসিএস অফিসার। বুথের বাইরে লাইন নিয়ন্ত্রণ করবেন সিভিক ভলান্টিয়াররা। আগামীকাল ৮ তারিখে এক দফাতেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করা হবে। ভোটের ফল প্রকাশিত হবে আগামী ১১ তারিখে।