আজ খবর (বাংলা), কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর, ১৪/০৭/২০২৩ : গতকাল বেশ কিছু ব্যালট পেপার উদ্ধার হয়েছিল, তারপর আজ ফের এলাকা থেকে ব্যালট পেপার উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ দিনাজপুরে।
পঞ্চায়েত নির্বাচন মিটে গিয়েছে, গণনাও শেষ হয়ে গিয়েছে, কিন্তু তার পরেও পঞ্চায়েত ভোটের ব্যালট পেপার পাওয়া যাচ্ছে এদিক সেদিক থেকে। ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার অন্তর্গত ধাদল পাড়া। এখানকার জৈব ব্যাবস্থাপনা কেন্দ্রে বেশ কিছু বৈধ ব্যালট পেপার পরে থাকতে দেখা গিয়েছে। গতকাল এই অঞ্চলেই নদীর পাশ থেকে বেশ কিছু ব্যালট পেপার উদ্ধার করা হয়েছিল আর আজ আরও বেশ কিছু বৈধ ব্যালট পেপার পাওয়া গেল।
এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ঐ এলাকায়। ঘটনাস্থলে পুলিশ এসে ব্যালট পেপারগুলিকে উদ্ধার করেছে। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও এসেছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার এলাকার জৈব ব্যবস্থাপনা কেন্দ্রে বেশ কিছু ব্যালট পেপার পরে থাকতে দেখা যায়। সংখ্যায় সেগুলি ৬০টি মতন হবে। ওই ব্যালটগুলিতে বেশিরভাগই বিজেপির ভোট রয়েছে এবং কিছু সিপিএম এর ভোট রয়েছে বলে দাবী করা হয়েছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছেন স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকেরা।