আজ খবর (বাংলা), ব্যাঙ্গালোর, কর্নাটক, ০৮/০৭/২০২৩ : চাঁদে ফের রকেট পাঠাবে বলে জানালো ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। জি২০ বৈঠকের অন্তর্গত মহাকাশ গবেষণামূলক বাণিজ্যিক অনুষ্ঠানে যোগ দিতে এসে এই কথা জানিয়েছেন ইসরোর ডিরেক্টর এস সোমনাথ।
ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর ডিরেক্টর এস সোমনাথ জানিয়েছেন, "সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ই জুলাই দুপুর ২:৩৫ মিনিটে ভারত থেকে রওনা দেবে 'চন্দ্রযান ৩'; মহাকাশের পথে পাড়ি দিয়ে সে চাঁদে নামবে আগামী ২৩শে আগস্ট তারিখে (চাঁদে সূর্যোদয় অনুযায়ী) ; যদি সব কিছু ঠিক থাকে তাহলে 'চন্দ্রযান ৩' চাঁদে গিয়ে নামবে ২৩শে আগস্ট, আর যদি কোনো কারনে দেরি হয়, তাহলে সেপ্টেম্বর মাসের কোনো একটি দিনে ল্যান্ড করানো হবে তাকে।
ইসরোর মূল লক্ষ্য হল চন্দ্রযানের সেফ এবং সফট ল্যান্ডিং। অর্থাৎ নিরাপদে তাকে এমনভাবে চাঁদের বুকে নামাতে হবে যাতে আছাড় না খেয়ে পড়ে, যাতে চন্দ্রযানের ভিতরে থাকা যন্ত্রপাতি নষ্ট না হয়ে যায়। ল্যান্ডিংয়ের পর চন্দ্রযানের ভিতর থেকে বেরিয়ে আসবে 'রোভার'। এই রোভারের থাকছে মোট ৬টি চাকা আর বেশ কয়েকটি ক্যামেরা। ল্যান্ডিংয়ের পর থেকে মোট ১৪ দিন এই রোভার কাজ করবে চাঁদের মাটিতে। প্রচুর ছবিও তুলবে এবং পাঠাবে পৃথিবীতে। সব কিছু ঠিক থাকলে 'চন্দ্রযান ৩' এর সাফল্য ভারতীয় মহাকাশ গবেষণার মুকুটে নতুন পালখ হতে চলেছে।