উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির জন্যে ভুটান পাহাড়ের অতিবৃষ্টি দায়ী : সেচমন্ত্রী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির জন্যে ভুটান পাহাড়ের অতিবৃষ্টি দায়ী : সেচমন্ত্রী

Share This
উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির জন্যে ভুটান পাহাড়ের অতিবৃষ্টি দায়ী : সেচমন্ত্রী


আজ খবর (বাংলা), শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ, ১৮/০৭/২০২৩ : উত্তরবঙ্গে যে আপাত বন্যা পরিস্থিতি সৃষ্ট হয়েছে, তার জন্যে ভুটান পাহাড়ের নদীগুলিই দায়ী, এবং এই ব্যাপারটি কেন্দ্র সরকারের দেখা উচিত বলে মনে করেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। 

বর্তমানে দুই দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। উত্তরবঙ্গ সফরে এসে তিনি ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীদের সাথে একদফা বৈঠক সেরে নিয়েছেন। সেই বৈঠকে ছিলেন উত্তরবঙ্গের পাঁচ জেলার পুলিশ সুপার এবং জেলাশাসকরা। এছাড়াও ছিলেন সচিব পর্যায়ের অফিসার এবং উত্তরকন্যার কিছু আধিকারিকগণ। উচ্চ পর্যায়ের এই বৈঠকটি হয়েছে গতকাল সন্ধ্যাবেলায়। 

দুই দিনের সফরে সেচমন্ত্রী উত্তরবঙ্গের যে তিন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেগুলিকে নিয়ে পর্যালোচনা করবেন। ঐ  তিন জেলাগুলি হল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। বিগত কয়েকদিন ধরে ভুটান পাহাড় সহ  উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হয়ে চলেছে, যার ফলে ভুটানের দিকে থাকা উত্তরবঙ্গের নদীগুলি ফুঁসতে শুরু করেছে। ঐ  অঞ্চলে সঙ্কোশ, তোর্সা, কালজানি, জয়ন্তী নদীগুলি রীতিমত ফুঁসতে শুরু করেছে। জল ঢুকেছে চা বাগান ও অরণ্যের মধ্যেও। সেচমন্ত্রী পার্থ ভৌমিক মনে করেন এই ব্যাপারে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ করা উচি, কেননা গোটা বিষয়টিতে আন্তর্জাতিক সম্পর্ক যুক্ত রয়েছে। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages