আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 03/07/2023 : দুই হাতে দস্তানা গলিয়ে যে মানুষটি গোল পোস্টের নিচে দাঁড়িয়ে 2022 সালের ফিফা বিশ্বকাপ জেতাতে নিজের দেশকে বড়সড় ভুমিকা নিয়েছিল সেই আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আজ কলকাতা শহরে এসে পৌঁছালেন।
বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে মার্টিনেজ আজ দমদম বিমান বন্দরে এসে নামেন। তাঁকে স্বাগত জানাতে আজ বিমান বন্দরে উপস্থিত ছিলেন অগণিত ফুটবল প্রেমী ও আর্জেন্টিনা সমর্থকেরা। উপস্থিত জনতার উচ্ছাস দেখে রীতিমত উচ্ছসিত মার্টিনেজ নিজেও। তিনি খুব ভালই জানেন স্বয়ং মারাদোনা এবং লিওনেল মেসি দুজনেই এই ফুটবল পাগল শহরে পা রেখেছিলেন এবং বিপুল ভালবাসা সঙ্গে করে ফিরে গিয়েছেন।
মার্টিনেজ বেশ কিছু অনুষ্ঠানের জন্যেই এসেছেন কলকাতায়। 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত মার্টিনেজ থাকবেন কলকাতায়। এর মধ্যে তিনি সন্তোষ মিত্র স্কোয়ারে স্কুল ছাত্রদের সাথে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া মোহনবাগান ক্লাবে পেলে, মারাদোনা এবং গারফিল্ড সোবার্সের নামাঙ্কিত দ্বারোদ্ঘাটন করবেন। এই মোহনবাগান ক্লাবের মাঠেই 11 মিনিট ফুটবল নিয়ে কসরত দেখিয়ে গিয়েছিলেন দিয়েগো মারাদোনা। এর পর তিনি সাক্ষাত করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে, সাক্ষাত করবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সাথে। মারাদোনা নামাঙ্কিত একটি প্রীতি ফুটবল ম্যাচেও তিনি মুখ্য অতিথি হিসেবে থাকবেন। অংশ নেবেন আরও কিছু অনুষ্ঠানে।
এছাড়াও বেশ কিছু দু:স্থ শিশুদের সাথে মিলিত হবেন মার্টিনেজ।
মেসির অধিনায়কত্বে 2022 বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে মার্টিনেজ দুখানা পেনাল্টি সেভ করেছিলেন নেদারল্যান্ডসএর বিরুদ্ধে। আর ফাইনালে ফ্রান্সএর বিরুদ্ধেও একের পর এক গোল সেভ করে নিজেকে জনপ্রিয়তার শীর্ষে তুলে নিয়ে গিয়েছিলেন মার্টিনেজ।
কলকাতায় এসে অনুরাগীদের উচ্ছাস দেখে বেশ আপ্লুত মার্টিনেজ। বললেন, "ভারতে আসতে পেরে আমার খুব ভাল লাগছে। আমি সত্যিই অভিভূত। আমি কথা দিয়েছিলাম ভারতে আসব। আমি এসেছি। ভারত সত্যিই সুন্দর একটি দেশ।" আর কলকাতা হল সেই ফুটবল পাগলের শহর যেখানে অগণিত আর্জেন্টিনার অনুরাগীদের বাস।