অসুস্থ হয়ে বুদ্ধবাবু হাসপাতালে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


অসুস্থ হয়ে বুদ্ধবাবু হাসপাতালে

Share This

অসুস্থ হয়ে বুদ্ধবাবু হাসপাতালে


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 29/07/2023 : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এদিন তাঁকে দক্ষিন কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বয়স 89 বছর। কয়েকদিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন। তবে শনিবার তাঁকে ফুসফুসের সংক্রমণ জনিত অসুস্থতার জন্যে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুদ্ধবাবুর রেসপিরেটরি ট্র্যাকে ইনফেকশন রয়েছে। ফুসফুসেও টাইপ টু সংক্রমণ রয়েছে। এই মুহুর্তে সি প্যাপ সহ তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। তাঁর চিকিৎসার জন্যে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাঁদের তত্বাবধানে কড়া নজরদারিতে আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁকে হাসপাতালে এসে দেখে গিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্য সফরে আসা বিজেপি নেতা তথা কেন্দ্রের মন্ত্রী অনুরাগ ঠাকুর। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধবাবু। আশা করা যেতেই পারে যে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages