আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২৭/০৭/২০২৩ : মণিপুর কাণ্ডের প্রতিবাদে বুধবার বাদল অধিবেশনের ষষ্ঠ দিনে কালো পোশাক পড়ে সংসদে এলেন 'ইন্ডিয়া' জোটের সাংসদেরা।
কংগ্রেস সহ 'ইন্ডিয়া' জোটের অন্যান্য রাজনৈতিক দলগুলি চাইছে মণিপুর কাণ্ডের বিষয়টিকে নিয়ে বিস্তারিত আলোচনায় বসতে কেন্দ্র সরকারের সাথে। কেন্দ্র সরকারও উক্ত আলোচনায় অংশগ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করেছে। তবে প্রশ্নোত্তর পর্বে শাসক দলের তরফ থেকে কে উত্তর দেবেন তা স্থির করতে পারবে না ইন্ডিয়া জোট। কিন্তু এর পরেও মণিপুর কাণ্ডে শুধুমাত্র শাসক দল নয়, বরং প্রধানমন্ত্রীর বিবৃতি দাবী করেছে বিরোধী ইন্ডিয়া জোট। প্রধানমন্ত্রী এই ব্যাপারে কিছু বলতে নারাজ। অথচ প্রধানমন্ত্রীকেই বিবৃতি দিতে হবে বলে তাদের দাবীতে অনড় বিরোধী শিবির।
মনিপুর ইস্যুতে বাদল অধিবেশনের প্রথম দিন থেকে হৈ হট্টগোল হয়ে চলেছে লোকসভা ও রাজ্যসভায়। প্রায় প্রতিদিন সকালের দিকে অধিবেশন মুলতুবি করে দিতে হচ্ছে। অধিবেশন চলতেই দেওয়া যাচ্ছে না। যার ফলে সংসদে আলোচ্য অন্যান্য বিষয়গুলিকে উথ্থাপন করাই যাচ্ছে না। ক্ষতি হচ্ছে গোটা দেশের। মণিপুর ইস্যুতে মোদীকে কথা বলাতে গিয়ে অনাস্থা প্ৰস্তাৱ আনতেও পিছু হঠেনি বিরোধী 'ইন্ডিয়া' শিবির। কিন্তু তাতে করেও মোদী সংসদে মুখ খোলেন নি এখনও পর্যন্ত। তবে বুধবার কৌশল কিছুটা বদলে বিরোধী শিবিরকে কালো পোশাক পরে সংসদে উপস্থিত হতে দেখা গেল।বিক্ষোভ দেখাতে দেখা গেল। আজ প্রতিবাদের ভাষা কালো।