মোদীর মুখ খোলাতে কংগ্রেসের 'অনাস্থা' - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মোদীর মুখ খোলাতে কংগ্রেসের 'অনাস্থা'

Share This
মোদীর মুখ খোলাতে কংগ্রেসের 'অনাস্থা'


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২৬/০৭/২০২৩ : মনিপুর ইস্যুতে আজ মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্ৰস্তাৱ নিয়ে এল কংগ্রেস। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ আজ কংগ্রেসের হয়ে অনাস্থা প্ৰস্তাৱ জমা দিয়েছেন। 

মনিপুর ইস্যুতে গত কয়েকদিন ধরেই সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি ও বক্তব্য দাবী করে আসছিল বিরোধী পক্ষ। শাসক দল মনিপুর ইস্যুতে সংসদে দীর্ঘ আলোচনা করতে সম্মত থাকলেও বিরোধীরা মোদীর বিবৃতি নিয়ে অনড় ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত সংসদ ভবনের ভিতরে মনিপুর নিয়ে কোনো বিবৃতি না দিলেও সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সামনে কথা বলেছেন এবং নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। 

গত কয়েকদিন ধরেই মনিপুর কাণ্ডে প্রধানমন্ত্রী মোদীর বিবৃতি দাবী করে আসছে বিরোধী জোট 'ইন্ডিয়া'। সেই দাবীতে তারা অনড় থেকেছে। সংসদে ব্যাপক হৈ-হট্টগোল হয়েছে। দফায় দফায় মুলতুবি হয়ে গিয়েছে বাদল অধিবেশন। এবার মনিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর মুখ খোলাতে নতুন পথ ধরল বিরোধীরা। মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্ৰস্তাৱ আনা হলযদিও তুমুল হট্টগোলে আজ বেলা ১২টা পর্যন্ত সভা মুলতুবি করে দেওয়া হয়েছে। কংগ্রেস  নেতা মল্লিকার্জুন খাড়গের ঘরে বৈঠক করছেন বিরোধী দলের নেতারা। এখানেই ঠিক করা হবে 'ইন্ডিয়া' জোটের পরবর্তী পদক্ষেপ। বৈঠকে বসেছে বিজেপি শিবিরও। রাজনৈতিক অঙ্ক  কষেই তারা বিরোধীদের টেক্কা দিতে চায়

এদিকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠ এবং নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ করে আজ বিজেপি বিধানসভা থেকে ওয়াক আউট করে বেরিয়ে এসে বিক্ষোভ প্রদর্শন করে বিধানসভার গাড়ি বারান্দায় আজ অগ্নিমিত্রা পল এবং শ্রীরূপা মিত্রের নেতৃত্বে স্লোগানিংয়ের পাশাপাশি বিক্ষোভ দেখান বিজেপি বিধায়কেরা। নারী নির্যাতনের বিরুদ্ধে আজ মহিলা তৃণমূলও পথে নামতে চলেছে। আজ তাঁরা  কলকাতার রাজপথে মিছিল নিয়ে যাবেন।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages