বোটানিক্যাল গার্ডেনে বন মহোৎসব উদযাপিত - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বোটানিক্যাল গার্ডেনে বন মহোৎসব উদযাপিত

Share This

বোটানিক্যাল গার্ডেনে বন মহোৎসব উদযাপিত


আজ খবর (বাংলা), হাওড়া, পশ্চিমবঙ্গ, 18/07/2023 : বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (বিএসআই) ১৪ই জুলাই হাওড়ার আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক গার্ডেনে বনমহোৎসব উদযাপন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএসআই-এর নির্দেশক ডঃ এ এ মাও উপস্থিত ছিলেন। তিনি উদ্ভিদ সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে অনুষ্ঠানে আলোকপাত করেন। অনুষ্ঠানে মিশন লাইফ কর্মসূচীর আওতায় 'প্রকৃতি' হিসেবে কলকাতার ফোর্ট উইলিয়াম কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রী ৬ বছরের জেট্টি তেজস্বী সাম্মানিক অতিথি হিসেবে উপস্থিত ছিল।  

বনমহোৎসব উপলক্ষে বিএসআই-এর আধিকারিক এবং গবেষকরা ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বহু মানুষ যোগ দেন। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে ৭৫টি বিপন্ন প্রজাতির ৫১২টি চারাগাছ  রোপণ করা হয়। এই উপলক্ষে আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক গার্ডেনের বিষয়ে তথ্য সমৃদ্ধ একটি পুস্তিকাও প্রকাশ করা হয়।  


বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতা এবং ফটোগ্রাফি প্রতিযোগিতার বিজয়ীদের এদিন পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে চটের ব্যাগ দেওয়া হয়। এর মধ্যদিয়ে প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে চটের ব্যাগ ব্যবহার করার জন্য মিশন লাইফের উদ্যোগকে স্বীকৃতি দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিএসআই-এর আঞ্চলিক দপ্তরের প্রধানরা ছাড়াও বিশিষ্ট জনেরা বসু্ন্ধরা মাতাকে রক্ষা করার জন্য বৃক্ষ রোপনের ওপর গুরুত্ব দেন। এরফলে, জীব বৈচিত্র সংরক্ষণ ছাড়াও পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করা যাবে। 

 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages