আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ , ২১/০৭/২০২৩ : শহীদ দিবসের ভাষণ দিতে এসে অন্যান্য বক্তব্যের পাশাপাশি টিম 'ইন্ডিয়া'কে বেশি প্রাধান্য দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ মমতার বক্তৃতায় ছিল আগের মতোই ঝাঁঝ। যেখানে ছিল পঞ্চায়েত ভোটে জিতে আসার জন্যে সকলকে ধন্যবাদ জ্ঞাপন, আগামী দিনের লড়াইয়ের জন্য রূপরেখা তৈরি, বিজেপির বিরুদ্ধে সুর চড়ানো, কেন্দ্রীয় এজেন্সির সমালোচনা, মনিপুরের ঘটনার নিন্দা সবকিছুই করেন। কিন্তু তার পাশাপাশি যে বিষয়টা বাড়তি গুরুত্ব পেল সেটা হল টিম 'ইন্ডিয়া' বিষয়টি। বিজেপি বিরোধী ২৬টি দল জোটবদ্ধ হয়ে যে ইন্ডিয়া জোটের সৃষ্টি করা হয়েছে সেই 'ইন্ডিয়ার' জয়গান।
আজকের বক্তব্যে কেন্দ্রীয় এজেন্সিগুলির সমালোচনা করতে ছাড়েন নি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আজ ২১শে জুলাই মিটে গেল, আর দুই বা তিনদিন পর থেকেই দেখবেন ইডি বা সিবিআই ডাকতে শুরু করে দিয়েছে। ওরা হয়ত আমাকে গ্রেপ্তার করে জেলে পাঠাবে, আপনাকে গ্রেপ্তার করে জেলে পাঠাবে কিন্তু তা সত্বেও তৃণমূল কংগ্রেসকে ওরা শেষ করতে পারবে না। 'ইন্ডিয়া'র কোনো ক্ষতি ওরা করতে পারবে না।"
মনিপুরের ঘটনাকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন মমতা। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে সুর চড়াতেও ছাড়েন নি। তিনি বলেছেন, "কোথায় গেলো বিজেপির বেটি বাঁচাও, বেটি পড়াও ?" ১০০ দিনের কাজ নিয়ে নতুন পরিকল্পনার কথা শোনালেন মমতা। তিনি এদিন বলেন, "কেন্দ্র সরকার ১০০ দিনের টাকা দিচ্ছে না। ১০০ দিনের কাজে রাজ্যকে ওরা বঞ্চনা করছে। তাই এবার রাজ্য সরকার নতুন পরিকল্পনা গ্রহণ করবে। ১০০ দিনের বদলে ৪০ দিনের কাজের প্যাকেজ আনা হবে। এমনিতেই ১০০ দিনের কাজ বাস্তবে ৪০ দিন হত। এই প্রকল্পের টাকা রাজ্য সরকারই দেবে। এই প্রকল্পের নাম দেওয়া হবে 'খেলা হবে'। যাদের কাছে জব কার্ড আছে তারাই শুধু এই প্রকল্পে কাজ পাবে।"
অভিষেক ব্যানার্জি বুথ স্তরে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের যে কর্মসূচী ঘোষণা করেছিলেন, তাতে বদল এনে মমতা বলেন, "ওটা বুথ স্তরে নয়, ব্লক স্তরে করা হবে, আর ঘেরাও নয় শুধুমাত্র প্রতিবাদ করা হবে।"